ঢাকা: ওয়ানডে অভিষেকের পর টেস্ট অভিষেকেও মুস্তাফিজুর রহমানের হাতে উঠলো ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন এই বাঁহাতি পেসার।
দক্ষিণ আফ্রিকার প্র্রথম ইনিংসের ৬০তম এবং মুস্তাফিজের ব্যক্তিগত ১৪তম ওভারে এসে প্রথম টেস্ট উইকেটের স্বাদ পান তিনি। ওই ওভারেই তুলে নেন প্রোটিয়াদের তিনটি উইকেট। ওভারটির প্রথম বলটি বুঝতে না পেরেই ব্যাট চালিয়ে দেন হাশিম আমলা। ব্যাট ছুঁয়ে আসা বলটি উইকেটের পেছন থেকে তালুবন্দি করতে কোনো বেগ পেতে হয়নি উইকেটরক্ষক লিটন দাসের। পরের বলে জেপি ডুমিনিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফেলে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরী করেন মুস্তাফিজ।
ওভারের তৃতীয় বলটিতে ক্রিজে আসা নতুন ব্যাটসম্যান ডি’কক কোনোমতে সামলান। পরের বলেই ককের অফস্টাম্প উপড়ে দেন মুস্তাফিজ। দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ স্কোরার তেম্বা বাভুমাকে ফেরালে ২৪৮ রানেই গুটিয়ে যায় প্রোটিয়ারা। জবাবে প্রথম ইনিংসে ৩২৬ রান করে ৭৮ রানের লিড নেয় স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকা ৬১ রান তোলার পর বৃষ্টি শুরু হয়। টেস্টের চতুর্থ ও পঞ্চম দিন অবিরাম বৃষ্টির ফলে শেষ পর্যন্ত সিরিজের প্রথম ম্যাচ ড্র ঘোষণা করেন আম্পায়ররা।
মুস্তাফিজের বিধ্বংসী বোলিংয়েই আড়াইশ’র মধ্যে প্রোটিয়াদের আটকে দেওয়ার পর টাইগারদের প্রথম ইনিংসের লিডে (৭৮ রান) জয়ের স্বপ্ন বুনছিলেন বাংলাদেশ সমর্থকরা। আর তার ভিতটা গড়ে দিয়েছিলেন একের পর এক চমক দেখানো বোলার মুস্তাফিজই!
টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পাঁ রাখা মুস্তাফিজুর রহমান অভিষেকেই চমক দেখিয়েছিলেন ক্রিকেট বিশ্বকে। পাকিস্তানের শহিদ আফ্রিদি ও মোহাম্মদ হাফিজের উইকেট ঝুঁলিতে নিয়ে ওই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের দাবিদার ছিলেন মুস্তাফিজ। তবে ওই ম্যাচে দারুণ এক অর্ধশতক করায় শেষ পর্যন্ত ম্যাচ সেরা হয়েছিলেন সাব্বির রহমান। কিন্তু বেশি দিন অপেক্ষা করতে হয়নি মুস্তাফিজের ম্যাচ সেরার পুরস্কার হাতে নিতে। ওয়ানডে অভিষেকে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই পাঁচ উইকেট নিয়ে প্রথমবারের মতো ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পাবার স্বাদ নেন মুস্তাফিজ। পরের ম্যাচে ছয় উইকেট নিয়ে টানা দুই ম্যাচে সেরা ক্রিকেটারের পুরস্কার হাতে তোলেন সাতক্ষীরার এই ছেলে।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
এসকে/এমএমএস