ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ঢাকায় ফিরলো বাংলাদেশ ও দ.আফ্রিকা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
ঢাকায় ফিরলো বাংলাদেশ ও দ.আফ্রিকা ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চট্টগ্রামে একটি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ খেলে রোববার দুপুরে ঢাকায় ফিরেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দল। উভয় দলই টিম হোটেল সোনারগাঁওয়ে পৌঁছেছে ।

দুপুর একটায় চট্টগ্রাম থেকে একই ফ্লাইটে বাংলাদেশ ও দ.আফ্রিকা দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

মিরপুরে ওয়ানডে সিরিজের দুটি ম্যাচ খেলার পর ১৫ জুলাই লাকি ভেন্যু চট্টগ্রামের জহুর আহমদে চৌধুরী স্টেডিয়ামে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামে টাইগাররা। ৯ উইকেটের জয় দিয়ে দ.আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। এর পর বৃষ্টি-বিঘ্নিত প্রথম টেস্ট ম্যাচটি ড্র হয়।  

আগামি বৃহস্পতিবার (৩০ জুলাই) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দু’দল।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
এসকে/এমএমএস




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।