ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

‘আমরা আরও কিছু অর্জন চাই’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
‘আমরা আরও কিছু অর্জন চাই’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বিশ্বকাপের পর থেকেই টানা সিরিজ খেলে চলেছে বাংলাদেশ দল। পাকিস্তান, ভারতের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে সিরিজ খেলছে টাইগাররা।

টানা সিরিজ খেলায় অভ্যস্থ না থাকলেও কোনো ক্লান্তির ছাপ নেই ক্রিকেটারদের মধ্যে।
 
অতীতে দেখা যেত বাংলাদেশ দল দেশ ও দেশের বাইরে সিরিজ খেললে শেষের দিকে এসে ক্লান্তি ভর করায় খেই হারিয়ে ফেলতেন ক্রিকেটাররা। তবে এখনকার বাস্তবতা একেবারেই ভিন্ন। টানা তিনটি সিরিজ খেলেও ক্লান্তির ছিটেফোঁটাও চোখে পড়ছে না।
 
তার কারনও জানালেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল, ‘এটা নির্ভর করে মানসিকতার ওপর। মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়লে পারফরম্যান্সে প্রভাব পড়ে। ফিজিও-ট্রেনাররা আমাদের নিয়ে প্রচুর কাজ করেন। একেক দিনে একেক ধরণের অনুশীলন করানোর চেষ্টা করেন। যাতে কেউ ক্লান্ত হয়ে না পড়েন। আমরা সবাই ওই অনুশীলন স্বতস্ফূর্তভাবে উপভোগ করি। অনুশীলন সেশন, ব্রিফিং সেশন আমরা উপভোগ করা শিখে গেছি। আমার মনে হয়, যে কোনো বিষয় উপভোগ করা শিখলে তার ফলাফল ভালোই হয়। ’
 
ওয়ানডেতে চলতি বছরে বাংলাদেশের অনেক অর্জন থাকলেও টেস্টে অতটা সফলতা আসেনি। তাই টেস্টে কিছু অর্জন চান তামিম, ‘গত বছর আমরা তেমন কিছু অর্জন করতে পারিনি। তবে এ বছর অনেক কিছু অর্জন করেছি, বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে। খেলোয়াড়দের মধ্যে অনেক অর্জন করার ক্ষুধাটা আছে। আমরা আরও কিছু অর্জন চাই, বিশেষ করে টেস্ট ক্রিকেটে। ’
 
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।