ঢাকা: চট্টগ্রাম টেস্টে বোলারদের পর ব্যাটসম্যানরাও দাপট দেখিয়েছে। সাত ব্যাটসম্যান ও চার স্পেশালিস্ট বোলারকে নিয়ে গড়া হয়েছিল একাদশ।
জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম জানিয়েছেন, দ্বিতীয় টেস্টে একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা কম।
বুধবার (২৯ জুলাই) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মুশফিক জানান, ‘প্রথম টেস্টে সবাই চেষ্টা করেছে ভালো খেলার। তাই দ্বিতীয় টেস্টের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা কম। এখানকার উইকেট ভিন্ন। মিরপুরের উইকেটের মাটি আলাদা। এখানে বাউন্স বেশি থাকে, চট্টগ্রামের উইকেট কিছুটা স্লো ছিল। তবে, সে বিচারে একজন বাড়তি স্পিনার কিংবা পেসার যোগ হলেও হতে পারে। ’
নিজের ব্যক্তিগত লক্ষ্যের কথা জানিয়ে মুশফিক বলেন, এটা হতাশাজনক যে আমি ব্যাটিংয়ে তেমন অবদান রাখতে পারছি না। চেষ্টা করবো এই টেস্টে নিজের শতভাগ দিয়ে খেলতে। সুযোগ পেলে যেন ইনিংস বড় করতে পারি। দল ভালো খেলছে-এটা দেখে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছি।
উইকেটকিপিং প্রসঙ্গে মুশফিক বলেন, দলের কম্বিনেশনের কারণে হয়তো কিপিং করছি না। আমি ব্যাটিংয়ের চেয়ে কিপিং করতেই বেশি উপভোগ করি। ব্যক্তিগতভাবে এটা ছাড়তে চাই না।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ২৯ জুলাই ২০১৫
এসকে/এমআর