ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শেষ টেস্টের আগে দুই দলের অনুশীলন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
শেষ টেস্টের আগে দুই দলের অনুশীলন ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বৃহস্পতিবার (৩০ জুলাই) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম টেস্ট ড্র হওয়ায় শিরোপা নির্ধারণী টেস্ট হয়ে দাঁড়িয়েছে এটি।

এ ম্যাচকে সামনে রেখে বুধবার (২৯ জুলাই) দু’দলই অনুশীলন সেরেছে মিরপুরে।

সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত মিরপুরের আউটার গ্রাউন্ড নেটে অনুশীলন করে বাংলাদেশ দল।   নেটে ব্যাটিং-বোলিং অনুশীলন করে টাইগাররা। তামিম-সাকিব-কায়েস-মুশফিক-মাহমুদউল্লাহরা বেশ কিছুক্ষণ নেটে ব্যাটিং অনুশীলন চালিয়ে যান।   টপঅর্ডারের ব্যাটসম্যানরা এ সময় নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নেন।

পেস বোলারদের মধ্যে রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমানরা নেটের পাশাপাশি বোলিং অনুশীলন করেছেন মিরপুর স্টেডিয়ামের মধ্য মাঠে।

অনুশীলনের এক পর্যায়ে দ্বিতীয় টেস্টের উইকেট পরিদর্শনে নামেন অধিনায়ক মুশফিকুর রহিম ও হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এ সময় তাদের সঙ্গে জাতীয় দলের দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমন খুঁটিয়ে খুঁটিয়ে উইকেট রিড করার চেষ্টা করেন।

বাংলাদেশের অনুশীলন শেষে দুপুর দুইটায় মিরপুর স্টেডিয়ামে অনুশীলনে নামে দক্ষিণ আফ্রিকা দল। ওয়ার্ম সেরে তারা চলে যায় একাডেমি মাঠে। কয়েকজন ক্রিকেটোর আউটার গ্রাউন্ডে অনুশীলন সেরেছেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ২৯ জুলাই ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।