ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

‘টয়েস আর ইয়োরস’ ইভেন্টের সঙ্গে টাইগাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
‘টয়েস আর ইয়োরস’ ইভেন্টের সঙ্গে টাইগাররা ছবি: সংগৃহীত

ঢাকা: ‘টয়েস আর ইয়োরস’ নামে ব্যতিক্রমী এক ইভেন্টের  প্রচারণায় অংশ নিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। বুধবার (২৯ জুলাই) দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ইভেন্টেটির সঙ্গে সংহতি জানায় টেস্ট স্কোয়াডে থাকা বাংলাদেশ দলের ক্রিকেটাররা।



এ সময় এ সামজিক ইভেন্টটির ব্যানার হাতে ক্যামেররাবন্দী হন সাকিব-মুশফিকরা। এই ইভেন্ট থেকে সংগৃহীত শিশুদের পুরাতন খেলনা সাবেক ক্যাডেটদের একটি ফোরাম সারা দেশে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে পৌঁছে দেবে।

প্রচারণায় অংশ নিয়ে জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, পুরাতন কিংবা নতুন খেলনাটি ‘টয়েস আর ইয়োরস’ ইভেন্টে দান করুন। সাবেক ক্যাডেটদের মাধ্যমে এই খেলনাগুলো দেশের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে পৌঁছে যাবে।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ২৯ জুলাই ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।