মিরপুর থেকে: মিরপুর টেস্টের প্রথম দিনটা হতে পারতো বাংলাদেশের। প্রথম দুই সেশনে মাত্র তিন উইকেট হারিয়ে তুলেছিল ১৫৪ রান।
বাংলাদেশ দলের ব্যাটসম্যান মুমিনুল হক মনে করেন, এখনো ইনিংসটাকে টেনে নেওয়া সম্ভব। উইকেটে স্বীকৃত ব্যাটসম্যান নাসির হোসেন থাকায় দলীয় তিন’শ রানের প্রত্যাশা করছেন মুমিনুল, ‘উইকেটে এখনো নাসির আছেন। ও বোলারদের নিয়ে ভালোভাবে খেলতে পারলে তিন’শ কিংবা তার চেয়ে বেশি স্কোর করা সম্ভব। ’
বাংলাদেশ যেভাবে শুরু করেছিল তাতে ৩৫০-৪০০ রান হওয়া উচিৎ ছিল বলে মনে করেন এ টপ অর্ডার ব্যাটসম্যান, ‘প্রথম ইনিংসে ৩৫০-৪০০ রান করতে পারলে বোলারদের জন্য সুবিধা হতো। তারা ভালো কিছু করার সুযোগ পেত। আমাদের রানটা খুব কম হয়ে গেছে। ’
বাংলাদেশ বড় ইনিংসের দিকে ছুটতে না পারার পেছনে দক্ষিণ আফ্রিকান পেসারদের ভূমিকার কথাও জানান মুমিনুল, ‘ওরা স্কোর করার মতো বল কম দেয়। ওদের তিনজন পেসারই ভালো বল করেছে। স্টাম্প টু স্টাম্প বল করায় রান করা কঠিন হয়ে পড়ে। আমি যেমন সহজে রান বের করতে পারছিলাম না। ’
ম্যাচের পঞ্চম ওভারে তামিম ইকবালের বিদায়ের পর উইকেটে আসেন মুমিনুল। ইমরুল কায়েসের সঙ্গে জুটি বেধে প্রায় ২৭ ওভার উইকেটে কাটিয়ে দেন। দ্বিতীয় সেশনের শুরুতে জেপি ডুমিনির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন মুমিনুল। আউট হওয়ার আগে ৪০ রান করেন বাংলাদেশের ‘ব্র্যাডম্যান’ খ্যাত এ বাঁহাতি ব্যাটসম্যান।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
এসকে/আরএম