ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

এটাই ক্যারিয়ারের সেরা সময় নয়: স্টেইন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
এটাই ক্যারিয়ারের সেরা সময় নয়: স্টেইন ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: সিরিজের দ্বিতীয় টেস্টের সকালেই কাঙ্ক্ষিত মাইলফলক স্পর্শ করেন দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন। মিরপুর টেস্টে নামার আগে তার দখলে ছিল ৩৯৯ উইকেট।

নিজের তৃতীয় ওভারে তামিম ইকবালকে আউট করে ৪০০তম উইকেট শিকার করেন এ প্রোটিয়া পেসার। এর পর নেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ শহীদের উইকেট।

পেসারদের মধ্যে সবচেয়ে কম টেস্ট (৮০ টেস্ট) খেলে চারশ উইকেট শিকারের কীর্তিকে আহামরি কিছু মনে করছেন না স্টেইন। বরং প্রোটিয়াদের হয়ে প্রতিনিধিত্ব করাকেই বড় বিষয় মনে করেন তিনি। সেই সঙ্গে এটিই ক্যারিয়ারের সেরা সময় নয় বলে উল্লেখ করেন ৩২ বছর বয়সী এ পেসার।

বৃহস্পতিবার (৩০ জুলাই) মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার এসব কথা ত‍ুলে ধরেন।

স্টেইন বলেন, ‘৪০০ উইকেট পাওয়ার সময়টা আমার কাছে আলাদা কিছু মনে হয়নি। এটাই ক্যারিয়ারের সেরা সময় নয়। এর চেয়ে অনেক আনন্দের সময় এসেছে। ম্যাচ জেতা এবং দেশের হয়ে প্রতিনিধিত্বি করাই আমার কাছে বেশি গুরুত্বর্পূণ। কাজ এখনো শেষ হয়নি। তবে চারশ উইকেট পাওয়াটা আনন্দেরই ছিল (হাসি)।

৪০০তম উইকেট দখলের পরও স্টেইনের উদযাপন ছিল সাদামাটা। শান্ত থেকেই হাত উচিয়ে স্বাভাবিক উদযাপনটুকু সেরেছেন। ‘এটা আসলে মিশ্র একটা অনুভূতি। আসলেই জানি না, আমার কী বলা উচিৎ। উইকেট নেওয়া এবং তারপর মাথার ব্যান্ড ও চুল ছেড়ে দেওয়া, ভালোই লাগে। ’

প্রথম দিনের শেষ সেশনে বাংলাদেশের পাঁচ উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের বেশিদূর এগোতে দেয়নি প্রোটিয়া বেলাররা। দিন শেষে টাইগারদের সংগ্রহ আট উইকেটে ২৪৬ রান। দক্ষিণ আফ্রিকা ভালো অবস্থানে রয়েছে বলে মনে করেন  স্টেইন, ‘আজকের দিনটা আমাদের জন্য ভালোই ছিল। আমরা জানতাম, ওদের (বাংলাদেশের) প্রথম ছয়জনকে আউট করে ফেললে টেল এন্ডাররা তেমন কিছুই করতে পারবে না। শেষ দিকের উইকেটগুলো দ্রুতই ফেলে দিতে পারব। ’ 

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।