ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

লঙ্কানদের হারিয়ে লিড নিল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
লঙ্কানদের হারিয়ে লিড নিল পাকিস্তান ছবি: সংগৃহীত

ঢাকা: দুই ম্যাচ টি-টোয়েন্টির প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে লিড নিল পাকিস্তান। স্বাগতিক শ্রীলঙ্কাকে ২৯ রানে হারিয়ে এগিয়ে রইল শহীদ আফ্রিদির দল।


 
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দিবা-রাত্রীর এ ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক আফ্রিদি। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে সফরকারীরা ৫ উইকেট হারিয়ে তোলে ১৭৫ রান। জবাবে পুরো ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে স্বাগতিকদের ১৪৬ রানে থেমে যেতে হয়।
 
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৬ করে রান আসে তিনজনের ব্যাট থেকে। ওপেনার আহমেদ শেহজাদের ৪৬ রানের ইনিংসটি সাজানো ছিল ৩৮ বলে চারটি চারের সাহায্যে। উমর আকমলের একই রানের ইনিংস সাজানো ছিল মাত্র ২৪ বলে তিনটি করে চার ও ছয়ে। আর সোয়েব মালিক চার নম্বরে নেমে করেন ৪৬ রান। তার অপরাজিত ইনিংসটি সাজানো ছিল ৩১ বলে চারটি চারের সাহায্যে।
 
১৭৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ১৪৬ রানে থামে লঙ্কানদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন শ্রীবর্ধনে। তার ১৮ বলের ইনিংসে ছিল তিনটি চারের সাথে দুটি ছয়। এছাড়া ৩১ রান করে আসে ডি সিলভা আর অপরাজিত থাকা কাপুগেদারার ব্যাট থেকে। ২৩ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।
 
চার ওভার বল করে ২৯ রান খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নেন পাকিস্তানের সোহেল তানভির। এছাড়া দুটি উইকেট তুলে নেন আনোয়ার আলি।
 
একই মাঠে ০১ আগস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও পাকিস্তান।
 
বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, ৩০ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।