ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাঠে আসেনি ক্রিকেটাররা, বৃষ্টিতে বিলম্ব প্রথম সেশন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
মাঠে আসেনি ক্রিকেটাররা, বৃষ্টিতে বিলম্ব প্রথম সেশন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

মিরপুর থেকে: ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন সকাল সাড়ে নয়টায় শুরু হওয়ার কথা থাকলেও তা বিলম্ব হচ্ছে। শুক্রবার (৩১ জুলাই) সকাল থেকে ভারী বর্ষণের কারণে মাঠে এখনও কোনো দল উপস্থিত হয়নি।

ক্রিকেটাররা টিম হোটেলেই অবস্থান করছেন। এছাড়া মাঠের উইকেট ঢেকে রাখা হয়েছে। স্টেডিয়ামে এখন পর্যন্ত কোনো দর্শকের উপস্থিতিও ঘটেনি।

সিরিজ নির্ধারণী ম্যাচের প্রথম দিন বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ৮৮.১ ওভার থেকে সংগ্রহ করে ২৪৬ রান। প্রথম দিন টাইগারদের হয়ে রান পেয়েছেন মুশফিকুর রহিম, মাহামুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, ইমরুল কায়েস, মুমিনুল হকরা। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন দুই উইকেট হাতে নিয়ে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।

প্রথম টেস্টের স্কোয়াড থেকে তাইজুল ইসলামকে বসিয়ে নাসির হোসেনকে সুযোগ দেওয়া হয়। ব্যাটিং শক্তি বাড়াতে আটজন স্পেশালিস্ট ব্যাটসম্যান নিয়ে একাদশ সাজায় টাইগাররা। প্রোটিয়াদের হয়ে জেপি ডুমিনি ও ডেল স্টেইন তিনটি করে উইকেট তুলে নেন। এছাড়া ডিন এলগার ও মরনে মরকেল একটি করে উইকেট পান।

দ্বিতীয় দিন নাসির ১৩ রান নিয়ে ব্যাট করতে নামবেন।

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, ৩১ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।