ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

নিউইয়র্কে মাঠে নামবেন ক্যারিবীয় কিংবদন্তিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৫
নিউইয়র্কে মাঠে নামবেন ক্যারিবীয় কিংবদন্তিরা ছবি: সংগৃহীত

ঢাকা: ক্রিকেট থেকে অবসর নিয়েছেন চল্লিশ বছরেরও বেশি সময় আগে। বয়স হয়ে গেছে ৭৯।

কিন্তু, এ বয়সেই আবারো মাঠে নামছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান গ্যারি সোবার্স।

সোবার্স ছাড়াও বেশ কয়েকজন ক্যারিবীয় তারকা নিউইয়র্কে দুটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবেন। এর মধ্যে আছেন গর্ডন গ্রিনিজ, ডেসমন্ড হাইন্স, কার্ল হুপার, কোর্টনি ওয়ালস, রিচি রিচার্ডসন, গাস লোগি, ডেরিক মারে, শিবনারায়ণ চন্দরপল ও ড্যারেন গঙ্গা। ক্যারিবিয়ান সংবাদ সংস্থা সিএসসি’র বরাত দিয়ে এমনটিই জানা গেছে।

চ্যারিটি ম্যাচ দুটিতে নিউইয়র্ক অল স্টার একাদশের বিপক্ষে ‍খেলবেন ক্যারিবীয় কিংবদন্তিরা। অধিনায়কত্ব করবেন গ্রিনিজ। কুইন্সে অবস্থিত আইডেলউইল্ড পার্কে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। তবে, ম্যাচের দিনক্ষণ জানা যায়নি।

সোবার্স-রিচার্ডসনরা একইসঙ্গে কোচিং কর্মকান্ডে অংশ নেবেন। তারা নিউইয়র্ক পাবলিক স্কুলস অ্যাথলেটিক লিগের তরুণ খেলোয়াড়দের সঙ্গে সময় কাটাবেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।