ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডের ব্যাটিং পরামর্শক জয়াবর্ধনে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৫
ইংল্যান্ডের ব্যাটিং পরামর্শক জয়াবর্ধনে ছবি: সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ড ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পেয়েছেন মাহেলা জয়াবর্ধনে। অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজ সামনে রেখেই লঙ্কান ব্যাটিং জিনিয়াসকে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।



সংযুক্ত আরব আমিরাতে তিনটি টেস্ট, চারটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংলিশরা। টেস্ট ও ওডিআই সিরিজে ইংল্যান্ডের কোচিং টিমের সঙ্গে থাকবেন জয়াবর্ধনে। তবে, শ্রীলঙ্কার সাবেক অধিনায়কের সঙ্গে কোনো স্থায়ী চুক্তিতে যাচ্ছেনা ইসিবি। এর আগে ইংল্যান্ড দলের স্পিন বোলিংয়ের পরামর্শক ছিলেন পাকিস্তানের মোস্তাক আহমেদ।

সাবেক ইংলিশ ব্যাটসম্যান মার্ক রামপ্রকাশ বর্তমানে ইংল্যান্ডের ব্যাটিং কোচের দায়িত্বে আছেন। তবে এ বছর শেষেই তার চুক্তির মেয়াদ শেষ হবে।

ইংল্যান্ডের কোচ ট্রেইভর বেইলিসের সঙ্গে জয়াবর্ধনের খুবই ভালো সম্পর্ক। ২০০৭-১১ সাল পর্যন্ত লঙ্কান দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন অস্ট্রেলিয়ান বেইলিস। তাই দুজনই একে অপরকে খুব ভালো করেই চেনেন। অতীতে শিষ্য থাকলেও এবার গুরুর সঙ্গে থেকেই কোচিংয়ে অংশ নিতে যাচ্ছেন ৩৮ বছর বয়সী জয়াবর্ধনে।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।