ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

খাদ্যে বিষক্রিয়ায় হাসপাতালে প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
খাদ্যে বিষক্রিয়ায় হাসপাতালে প্রোটিয়ারা ছবি: সংগৃহীত

ঢাকা: এমনিতেই ভারত সফরে ত্রিদেশীয় সিরিজে টানা দুই ম্যাচে পরাজয়। তার ওপর এখন শারীরিক অসুস্থতা।

খাদ্যে বিষক্রিয়ার কারণে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ১৬ জনের মধ্যে ১০ জনই এখন চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি। একেই বুঝি বলে মরার ওপর খাঁড়ার ঘা!

ক্রিকেট দ. আফ্রিকা (সিএসএ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। গত শনিবার (০৮ আগস্ট) রাতে খাবার খেয়ে কুইন্টন ডি কক সহ দলের বেশ কয়েকজন ক্রিকেটার অসুস্থ বোধ করেন। অবশ্য, পরদিন ভারতের বিপক্ষে তারা মাঠে নামেন।

ডি কক ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকান। তবে ফিল্ডিংয়ে নেমে ম্যাচের ৩২ ওভারের মাথায় মাঠ ছাড়েন। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়াও ওপেনার রিজা হেন্ডরিকস, কায়া জন্ডো ও বাঁহাতি পেসার এমথোকোজিসি সেজি এ তিনজন ওই ম্যাচে খেলার জন্য ফিট ছিলেন না। তবে বদলি খেলোয়াড় সংকটে তিনজনই ম‍াঠে নামতে বাধ্য হয়। পরে ম্যাচ চলাকালীন সময়েই তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থা এমন পর্যায়ে চলে যায়, শেষ পর্যন্ত বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন প্রোটিয়া ‘এ’ দলের ভিডিও অ্যানালিস্ট (বিশ্লেষক) হেন্ডরিক্স কোয়ের্টজেন। এমনকি ভারতের ‘এ’ দলে থাকা মানদীপ সিংহ প্রোটিয়াদের হয়ে মাঠে নেমে রেকর্ড গড়েন। মানদীপই একমাত্র ক্রিকেটার যিনি কোনো স্বীকৃত লিস্ট-এ ম্যাচে প্রথমবারের মতো দুই দলের রঙিন জার্সি গায়ে ম্যাচে অংশ নেন।

এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জের ধরে প্রোটিয়াদের সিডিউল ম্যাচ সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। সোমবার (১০ আগস্ট) অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে তাদের নির্ধারিত ম্যাচটি মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, একদিনের ছুটি থাকলেও তা থেকে বঞ্চিত হলো ভারত ‘এ’ দল। স্বাগতিকদের সোমবার অজিদের মুখোমুখি হতে হচ্ছে। ইতোমধ্যেই ম্যাচটি শুরু হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।