ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ডের নাম বদলে ‘অটিরোয়া’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
নিউজিল্যান্ডের নাম বদলে ‘অটিরোয়া’ ছবি : সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপে টাইগারদের বরন করে নেওয়া নিউজিল্যান্ডের আদিবাসী মাওরি সম্প্রদায়ের প্রতি অভিনব কায়দায় সম্মান জানাবে বিশ্বকাপের আয়োজক এবং রানার্সআপ দলটি।

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডের জার্সি ও ক্যাপে দেশের নামের পরিবর্তে লেখা থাকবে ‘অটিরোয়া’।

০২ আগস্ট দুই দলের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে।

ইউরোপীয়রা আসার আগে এখানে প্রথম বসতি ছিল মাওরিদেরই। দেশটির আদিবাসী মাওরিরা নিউজিল্যান্ডকে ডাকে 'অটিরোয়া' নামে। আর এ নামেই জার্সি ও ক্যাপ পড়ে ব্লাকক্যাপসরা এবার হারারেতে মাঠে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট এক বিবৃতিতে জানান, কিউই ক্রিকেট চায় সকলের মাঝে ক্রিকেটকে পৌঁছে দিতে। যেসব কমিউনিটিতে ক্রিকেট বেশি পরিচিত নয়, আমরা সেখানেও ক্রিকেটকে পৌঁছে দিতে চাই।

একই সঙ্গে তিনি আরও যোগ করেন, নিউজিল্যান্ডকে ডাকা মাওরিদের ‘অটিরোয়া’ নামটি নিয়ে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে দল। আমরা সম্মান জানাতে চাই মাওরি আদিবাসীদের।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ৩১ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।