ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

থাকছেন না কোহলি বাহিনীর স্ত্রী ও বান্ধবীরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
থাকছেন না কোহলি বাহিনীর স্ত্রী ও বান্ধবীরা ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপের ব্যর্থ মিশনের পর বাংলাদেশ সফরে এসে নাকানিচুবানি খাওয়া টিম ইন্ডিয়া এবারে যাচ্ছে শ্রীলঙ্কা সফরে। ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আসন্ন সফরে ক্রিকেটারদের সঙ্গে স্ত্রী ও বান্ধবীরা থাকতে পারবেন না।



এর আগে বিশ্বকাপ চলাকালীন টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের সঙ্গে স্ত্রী বা মেয়ে বন্ধু থাকার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছিল বিসিসিআই। তারও আগের বাজে অভিজ্ঞতার ভিত্তিতে আবারো এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বিসিসিআই কর্মকর্তারা।

বাংলাদেশ সফরের পর টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের আরও বেশি মনোযোগী করতে ও মাঠের বাইরে তাদের আরও বেশি শৃঙ্খলাবদ্ধ করতে এমন সিদ্ধান্ত আবারো নিয়েছে বলে জানা যায়।

বিসিসিআই এক বিবৃতির মাধ্যমে জানায়, টিম ইন্ডিয়ার কিছু কিছু ক্রিকেটার রয়েছেন যারা এক মাসের উপর ক্রিকেটের বাইরে ছিলেন। তারা দীর্ঘদিন পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। তাই ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটে মনোযোগ ফেরাতে দলের ভালোর জন্যই ক্রিকেটারদের স্ত্রী বা বান্ধবী সঙ্গে থাকতে পারবেন না।

ভারতের বর্তমান টেস্ট অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বলিউড তারকা অভিনেত্রী আনুশকা শর্মার মেলামেশা ভালো চোখে দেখছে না ক্রিকেট বোর্ড, এমনটি জানায় ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এতে করে কোহলির ক্রিকেটে বাজে প্রভাব পড়ছে বলেও জানায় সংবাদমাধ্যগুলো। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার কুগার ন্যাশনাল পার্কে এ জুটিকে একসাথে দেখা যায়। এছাড়া ভারতের সাদা পোশাকের অধিনায়ক ও তার বান্ধবী উইম্বলডন টেনিস কোর্টে একসাথে দেখা যায়।

বিশ্বকাপের আগে অ্যাডিলেড ও ব্রিসবেন টেস্টে ব্যর্থতার পেছনে মহেন্দ্র সিং ধোনীসহ বেশ কয়েকজন ক্রিকেটারদের স্ত্রীদের উপস্থিতিকে দায়ী করা হয়।

শ্রীলঙ্কার বিপক্ষে ১২ আগস্ট তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে গলের মাঠে নামবে কোহলি বাহিনী। ০৩ আগস্ট টিম ইন্ডিয়া কলম্বোর উদ্দেশ্যে যাত্রা করবে।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ৩১ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।