ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

তিন দিনেই শেষ এজবাস্টন টেস্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
তিন দিনেই শেষ এজবাস্টন টেস্ট ছবি: সংগৃহীত

ঢাকা: অ্যাশেজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে রীতিমত উড়িয়ে দিয়ে সিরিজে ২-১ এ লিড নিল ইংল্যান্ড। দুই দিন হাতে রেখেই আট উইকেটের দাপুটে জয় পেয়েছে ইংলিশরা।



স্কোর: অস্ট্রেলিয়া - ১৩৬ ও ২৬৫
ইংল্যান্ড – ২৮১ ও ১২৪/২

বার্মিংহামের এজবাস্টনে দ্বিতীয় দিনেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে অজিরা। স্টিভেন ফিনের বোলিং তোপে সাত উইকেটে ১৬৮ রান নিয়ে দিনের খেলা শেষ করে সফরকারীরা।

শুক্রবার (৩১ জুলাই) তৃতীয় দিনে আরো ৯৭ রান যোগ করে ২৬৫ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। শেষদিকে দলের হাল ধরেন পিটার নেভিল (৫৯) ও পেসার মিচেল স্টার্ক (৫৮)। সর্বোচ্চ ৭৭ রান করেন ওপেনার ডেভিড ওয়ার্নার।

দ্বিতীয় ইনিংসে ইংলিশদের হয়ে একাই ছয় উইকেট দখল করেন ফিন। এছাড়াও একটি করে উইকেট নেন জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, মঈন আলী ও বেন স্টোকস।

মাত্র ১২১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুই উইকেট হারিয়ে  জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশরা। ইয়ান বেল ৬৫ ও জো রুট ৩৮ রানে অপরাজিত থাকেন। ওপেনার অ্যাডাম লিথকে (১২) জস হ্যাজেলউড ও অ্যালিস্টার কুকের (৭) উইকেটটি তুলে নেন স্টার্ক।

নটিংহামের ট্রেন্ট ব্রিজে আগামী ৬ আগস্ট চতুর্থ টেস্ট শুরু হবে। তবে সাইড স্ট্রেইনের ইনজুরিতে ভোগায় ওই ম্যাচে খেলতে পারবেন না অভিজ্ঞ ইংলিশ পেসার অ্যান্ডারসন।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।