ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

অদূর ভবিষ্যতে কোচ হতে চান ফ্লিনটফ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, আগস্ট ১, ২০১৫
অদূর ভবিষ্যতে কোচ হতে চান ফ্লিনটফ ছবি: সংগৃহীত

ঢাকা: খুব কম খেলোয়াড়ই আছেন যারা অবসরের পর অ্যান্ড্রু ফ্লিনটফের মত এত অর্জন হাতে পেয়েছেন। ইংল্যান্ডের সাবেক এ অধিনায়ক ক্রিকেট থেকে অবসরের পর একাধারে টিভি তারকা, আমাজনে সাইকেল পাড়ি দেওয়া, বক্সিং রিংয়ে খেলা এছাড়া মাছ ও চিপস বিক্রি করেছেন।

তবে এবার সাবেক এ অলরাউন্ডার নিজের ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসের সফরের চেষ্টা করছেন।

৩৭ বছর বয়সী ফ্লিনটফ এক সাক্ষাতকারে জানিয়েছেন কেন তিনি ক্রিকেটের পরে বিভিন্ন কাজে ক্ষণস্থায়ী হয়ে থাকছেন, ‘আমি জানি মানুষ বলছে, আমি এগুলো কি করছি। তবে স‍ুযোগ আছে বলে আমি করছি। আমি বুড়ো হয়ে আফসোস করতে চাই না যে, কেন আমি এটা করতে পারলাম না। ’

বিভিন্ন পেশার পাশাপাশি ক্রিকেট কোচিংয়ে অদূর ভবিষ্যতে যাওয়ার ইঙ্গিত দিয়ে ফ্লিনটফ বলেন, ‘আমি বর্তমানে আমার পরিবারকে অনেক বেশি সময় দিতে চাই। এরপর আমি অন্যকোথাও যেতে চাই, হয়ত ক্রিকেট কোচিংয়ে।

ইংলিশদের হয়ে ১৯৯৮ সালে টেস্টে অভিষেক হয় ফ্লিনটফের। পরের বছরই ওয়ানডেতে খেলার সুযোগ পান। তবে সে সময়ের সেরা এ অলরাউন্ডারকে ইনজুরির কাছে হার মেনে অবসরে যেতে হয়। থ্রী-লায়ন্সদের হয়ে ৭৯ টেস্টে ৩৮৪৫ রান ও ২২৬ উইকেট ও ওয়ানডেতে ১৪১ ম্যাচে ৩৩৯৪ রান ও ১৬৯টি উইকেট নিয়েছেন। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ইতি টানেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জুলাই ০১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।