ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়ে সিরিজে ফিরছেন আমির!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, আগস্ট ১, ২০১৫
জিম্বাবুয়ে সিরিজে ফিরছেন আমির! ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবি নিষেধাজ্ঞা উঠে যাওয়া পেসার মোহাম্মদ আমিরকে আবারো দেশের জার্সি গায়ে খেলার সুযোগ করে দিচ্ছেন বলে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। আসন্ন জিম্বাবুয়ে সফরেই পাকিস্তান জাতীয় দলে দেখা যেতে পারে আমিরকে।



এ বছরের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ম্যাচ পাতানোর অভিযোগে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আমিরের।

পিসিবি থেকে এ প্রসঙ্গে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া না হলেও এক বিবৃতিতে বোর্ড জানায়, ঘরোয়া ক্রিকেটে আমির ভালো করছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার নিষেধাজ্ঞা উঠে গেলে তিনি যদি তার ফর্ম ধরে রাখতে পারেন, তাহলে জাতীয় দলে তার ফেরা পুনর্বিবেচনা করা হবে। আমরা আশা করছি আসন্ন জিম্বাবুয়ে সিরিজে আমির জাতীয় দলে সুযোগ পাবেন।

নিষেধাজ্ঞা কাটিয়ে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ফেরা আমির এ মৌসুমে অসাধারণ বোলিং করেছেন। আর তাই ২৪ আগস্ট থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে পাকিস্তান চাচ্ছে দলে এ প্রতিভাবান পেসারকে সুযোগ করে দিতে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ০১ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।