ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রেসবক্সে সাংবাদিকদের অলস দিন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, আগস্ট ১, ২০১৫
প্রেসবক্সে সাংবাদিকদের অলস দিন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: ঢাকা টেস্টের ‘প্রাণ’ কেড়ে নিয়েছে বৃষ্টি। মিরপুরে টেস্টে দ্বিতীয় দিনের মতো শনিবারও (০১ আগস্ট, ম্যাচের তৃতীয় দিন) মাঠে বল গড়ায়নি বৃষ্টির কারণে।

সকাল থেকে তিন দফায় বৃষ্টি হওয়ার পর বিকেল তিনটা পাঁচ মিনিটে তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিশিয়ালরা। তাইতো মিরপুরে টেস্ট কাভার করতে আসা ক্রীড়া সাংবাদিকদের নেই স্বাভাবিক ব্যস্ততা।

ম্যাচ রিপোর্ট তৈরি করার তাড়া নেই, ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের প্রশ্ন করা তাড়নাও নেই। খেলা হলে তবেই  না থাকতো এসব! প্রেসবক্সে আড্ডা আর বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের রোমাঞ্চ উপভোগ করতে না পারার কিছুটা আফসোস, এমন মিশ্র অনুভূতি নিয়ে তাই মিরপুরে সময় কাটে সাংবাদিকদের।

আড্ডার বিষয়বস্তু কিন্তু ওই ক্রিকেটই! রোববার (০২ আগস্ট, ম্যাচের চতুর্থ দিন) কি হতে পারে, পুরো টেস্টে আদৌ আর কোনো বল মাঠে গড়াবে কি না, আবহাওয়ার পূর্বাভাস কি বলছে, এমনসব আলোচনাতেই কাটে সময়। কথার ফাঁকে চলে দুষ্টুমিও।

গতকালও (ম্যাচের দ্বিতীয় দিন) এমনই একটি দিন পার করেছেন সাংবাদিকরা। দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়ে যায় বেলা ১২টার মধ্যেই। তৃতীয় দিন দুপুর পেরিয়ে। এই শুধু দুটি দিনের পার্থক্য।

তবে শনিবার অনলাইন সংবাদকর্মীদের সময় কাটে বৃষ্টির সঙ্গেই! ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের (সকাল ৯.৩০) আগেই বৃষ্টি মাথায় নিয়ে পৌঁছাতে হয়েছে শের-ই-বাংলা স্টেডিয়ামের প্রেসবক্সে। পাঠকদের কাছে তুলে ধরতে হয়েছে বৃষ্টি আর মাঠের কন্ডিশনের তথ্য দিয়ে সর্বশেষ সংবাদ।

বৃষ্টি মাথায় নিয়ে প্রেসবক্সে এসে আবার সেই বৃষ্টির নিউজ করতে কি আর ভালো লাগে ক্রীড়া সাংবাদিকদের! ব্যাট-বলের লড়াইয়ের সংবাদ লেখার প্রত্যাশা নিয়েও প্রেসবক্স থেকে ফেরা হয় না তাদের।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ০১ আগস্ট ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।