ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

মহিলা ক্রিকেট দলের ক্যাম্প শুরু ৬ আগস্ট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, আগস্ট ১, ২০১৫
মহিলা ক্রিকেট দলের ক্যাম্প শুরু ৬ আগস্ট

ঢাকা: দক্ষিণ আফ্রিকা মহিলা দলের বিপক্ষে হোম সিরিজের প্রস্তুতির জন্য বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের ক্যাম্প শুরু হতে যাচ্ছে। ০৬ আগস্ট মিরপুরে শুরু হবে ক্যাম্প।

একদিন পর ০৭ আগস্ট থেকে প্রাথমিক স্কোয়াড নিয়ে শুরু হবে অনুশীলন পর্ব।

এ জন্য ২৬ সদস্যের  প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (০১ আগস্ট) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে স্কোয়াড ঘোষণা করে বিসিবি। স্কোয়াডে রাখা হয়েছে তিনজন উইকেটকিপার-ব্যাটসম্যানকে।

প্রাথমিক স্কোয়াডের ক্রিকেটারদের নিয়ে  ০৭ আগস্ট শুরু হবে অনুশীলন ক্যাম্প। চলবে  ১৬ আগস্ট পর্যন্ত।   দুই দিন বিরতি দিয়ে চূড়ান্ত স্কোয়াড নিয়ে আবার শুরু হবে প্রস্তুতিপর্ব। অক্টোবরের তৃতীয় সপ্তাহে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা মহিলা দলের মধ্যে সিরিজ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের মাটিতে খেলার অভিজ্ঞতা রয়েছে দক্ষিণ আফ্রিকা মহিলা দলের। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষেই খেলেছিল প্রোটিয়ারা। এর আগে ২০১৩ সালে সালমা খাতুনের দলের বিপক্ষে তিন ম্যাচের  টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল আফ্রিকার মহিলা দলটি।

বাংলাদেশ মহিলা দলের প্রাথমিক স্কোয়াড:

সালমা খাতুন, রিতু রানী, জাহানারা আলম, লিলি রানী বিশ্বাস, ফারজানা হক পিংকি, তিথী রানী সরকার, রুমানা আহমেদ, শামিমা সুলতানা (উইকেটরক্ষক), লতা মন্ডল, শারমিন সুলতানা,আয়শা  রহমান শুকতারা, রুবিয়া হায়দার, পান্না ঘোষ, নিগার সুলতানা, (উইকেটরক্ষক), শায়লা শারমিন, তাজিয়া আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, নুজহাত তাসনিয়া (উইকেটরক্ষক), শরিফা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, সুমনা আক্তার, সানজিদা ইসলাম, সুরাইয়া আজমিম, খাদিজাতুল কুবরা, জান্নাতুল ফেরদৌস।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ০১ আগস্ট ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।