ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

একটায় মাঠ পরিদর্শন, দু’দল অনুশীলনে

স্পোর্টস করেসপেন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, আগস্ট ২, ২০১৫
একটায় মাঠ পরিদর্শন, দু’দল অনুশীলনে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

মিরপুর থেকে: সকাল পৌনে ১২টায় ‍ম্যাচ অফিসিয়ালরা বেশ সময় ধরে মাঠ পরিদর্শন করেছেন। পরে দুপুর একটায় ফের মাঠ পরিদর্শনের সিদ্ধান্ত নেন।

এদিকে স্টেডিয়ামে এসে পৌঁছেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। টাইগাররা মাঠে ফুটবল খেলে হালকা অনুশীলন সাড়ছেন। আর প্রোটিয়ারাও মাঠে নেমেছেন।

 সকাল ৯টার কিছু সময় পর থেকে শুরু হওয়া বৃষ্টি থামে ১০টার দিকে। এ মহুর্তে মাঠ শুকানোর কাজ চলছে।

স্কোর: বাংলাদেশ - ২৪৬/৮

মিরপুরে অনুষ্ঠিত বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনেও অঝোরে বৃষ্টি শুরু হয়। সিরিজ নির্ধারণী এ ম্যাচটি সকাল সাড়ে নয়টায় হওয়ার কথা থাকলেও ভারি বৃষ্টির কারণে তা শুরু করা যায়নি। চট্রগ্রামে দু’দলের প্রথম টেস্টটি ড্র হয়েছিল।

এর আগে প্রথম দিনের খেলা হলেও বৃষ্টির কারণে দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছিল। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে শুক্রবার (৩১ জুলাই) ভোররাত থেকেই প্রচুর ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হয়। ফলে মিরপুর টেস্টে অনিশ্চতয়তা দেখা দেয়।

সিরিজ নির্ধারণী ম্যাচের প্রথম দিন বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ৮৮.১ ওভারে ২৪৬ রান সংগ্রহ করে। দলের হয়ে মুশফিকুর রহিমের ব্যাট থেকে সর্বোচ্চ ৬৫ রান আসে। ইমরুল কায়েস (৩০), মুমিনুল হক (৪০), মাহমুদুল্লাহ রিয়াদ (৩৫) ও সাকিব আল হাসান ৩৫ রান করেন। নাসির হোসেন ব্যক্তিগত ১৩ রানে অপরাজিত আছেন।

প্রথম দিনের প্রথম ও দ্বিতীয় সেশন শেষে স্বাগতিকরা তিন ব্যাটসম্যানকে হারায়। দ্বিতীয় সেশনে বাংলাদেশ ২৬ ওভার ব্যাট করে দুই উইকেট হারিয়ে তোলে আরও ৭৯ রান। প্রথম সেশনে এক উইকেট খুঁইয়ে আসে ৭৫ রান। তৃতীয় সেশনে ৫ উইকেট হারিয়ে যোগ হয় আরও ৯২ রান। মুশফিকের সঙ্গে চতুর্থ উইকেটে ৯৪ রানের পার্টনারশিপ গড়েন মাহমুদুল্লাহ।

প্রোটিয়াদের হয়ে জেপি ডুমিনি ও ডেল স্টেইন তিনটি করে উইকেট লাভ করেন এছাড়া ডিন এলগার ও মরনে মরকেল একটি করে উইকেট নেন।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৫
এমএমএস

** থেমেছে বৃষ্টি, খেলার উপযোগি করা হচ্ছে মাঠ
** চতুর্থ দিনেও বৃষ্টি বাধা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।