ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়া আসছে ২৮ সেপ্টেম্বর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, আগস্ট ২, ২০১৫
অস্ট্রেলিয়া আসছে ২৮ সেপ্টেম্বর

ঢাকা: বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৮ সেপ্টেম্বর টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

এরপর মিরপুরে টানা চার দিন অনুশীলন শেষে ৩ অক্টোবর থেকে বিসিবি একাদশের বিপক্ষে ফতুল্লায় একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে অজিরা।

এরপর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি ১৭ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে। ২২ তারিখেই উড়াল দেবে সফরকারীরা।

রোববার(০২, আগষ্ট) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সূচি প্রকাশ করেছে বিসিবি।

উল্লেখ্য, এ বছরের ক্রিকেট বিশ্বকাপে ব্রিসবেনে গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার। তবে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। অজিদের বিপক্ষে সর্বশেষ ২০০৬ সালে ঘরের মাঠে টেস্ট খেলেছিল টাইগাররা।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, আগষ্ট ০২, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।