ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

সিরিজ জিততে ১৪ সদস্যের ইংলিশ দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, আগস্ট ২, ২০১৫
সিরিজ জিততে ১৪ সদস্যের ইংলিশ দল ছবি: সংগৃহীত

ঢাকা: পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে জয়, দ্বিতীয়টিতে হার আবার তৃতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টটি জিততে পারলেই অ্যাশেজ নিজেদের করে রাখবে ইংলিশরা।



সিরিজের চতুর্থ টেস্টের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ১৪ সদস্যের এ স্কোয়াডে জায়গা হয়েছে মার্ক ফুতিত আর লিয়াম প্লাংকেটের।

তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট লাভ করা ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের ইনজুরিতে দলের পেস শক্তি বাড়াতে ফুতিত আর প্লাংকেটকে সুযোগ দেওয়া হতে পারে। এছাড়া, দলে ওপেনার হিসেবে আবারো জায়গা করে নিয়েছেন অ্যাডাম লিথ।

০৬ আগস্ট নটিংহামে দুই দলের মধ্যকার চতুর্থ টেস্টটি অনুষ্ঠিত হবে। সিরিজে ২-১ এ এগিয়ে আছে ইংল্যান্ড।

ইংল্যান্ড স্কোয়াড: অ্যালিস্টার কুক (অধিনায়ক), মইন আলী, জোনাথন বেয়ারস্টো, ইয়ান বেল, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার (উইকেটরক্ষক), স্টিভেন ফিন, মার্ক ফুতিত, অ্যাডাম লিথ, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস এবং মার্ক উড।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ০২ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।