ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

‘নট আউট’ থাকতে ভালো লাগছে না নাসিরের!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, আগস্ট ২, ২০১৫
‘নট আউট’ থাকতে ভালো লাগছে না নাসিরের! ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: মিরপুর টেস্টের প্রথম দিন ৪০ বলে ১৩ রান নিয়ে নট আউট  থেকে মাঠ ছাড়েন নাসির হোসেন। দিন শেষে আট উইকেটে ২৪৬ রান করা বাংলাদেশের স্বপ্ন হয়ে ছিলেন নাসির হোসেন।

এখনও তার উপর আস্থা রেখেছে টাইগার প্রেমীরা। ম্যাচের পঞ্চম ও শেষ দিন খেলা হলে ভাল কিছু করে দেখাবেন নাসির।

টেলএন্ডার ব্যাটসম্যান জুবায়ের ও মুস্তাফিজকে নিয়ে লড়াই করে দলীয় ৩০০শ’র কাছাকাছি একটা স্কোর দাঁড় করাবে বাংলাদেশ, ভালো একটা ইনিংস খেলে টেস্ট দলে জায়গাটা পোক্ত করবেন নাসির! এমনটাই প্রত্যাশা টাইগার আর নাসির ভক্তদের।

কিন্ত সেটা  আর হচ্ছে কই! ঢাকা টেস্টের দ্বিতীয় দিন থেকে চতুর্থ দিন (তিন দিন) ভাসিয়ে নিয়ে গেছে বৃষ্টি। ব্যাটিংয়েও নামা হচ্ছে না নাসিরের। ধৈর্যের বাঁধ ভেঙ্গে যাচ্ছে তার। বাংলাদেশের মিডলঅর্ডারের নির্ভরযোগ্য এ ব্যাটসম্যান থাকতে চাইছেন না  নট আউট!

রোববার (০২ আগস্ট) চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত ঘোষণার পর বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি সংবাদ মাধ্যমের কাছে নাসিরের ভালো না লাগার কথাটি জানান, ‘আজ (রোববার) সকালে নাসির বলছিল, ভাইয়া আর ভালো লাগছে না, দুইদিন ধরে নট আউট থাকতে। ’
 
বৃষ্টির কারণে খেলতে না পরার হতাশার কথা বোঝাতেই নাসির হোসেন সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে এ কথা বলেছিলেন। মাহমুদউল্লাহর নিজের কথাতেও বেরিয়ে এলো হতাশা,  ‘টানা  তিন দিন খেলা কলড-অফ (পরিত্যক্ত)। এটা অবশ্যই হতাশার। এমন সময় কাটানো ক্রিকেটারদের জন্য খুব কঠিন। ’

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ০২ আগস্ট ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।