ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান পুরোপুরি নিরাপদ: জয়সুরিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, আগস্ট ২, ২০১৫
পাকিস্তান পুরোপুরি নিরাপদ: জয়সুরিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেটের জন্য পাকিস্তান পুরোপুরি নিরাপদ বলে জানিয়েছেন শ্রীলঙ্কান সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়া। লঙ্কান দলটিকে পাকিস্তানে খেলতে যাওয়ার জন্য দেশটির সরকারকে গুরুত্ব দিয়ে ভেবে দেখার অনুরোধ জানান জয়সুরিয়া।



সম্প্রতি পাকিস্তান সফরে আসেন ৪৬ বছর বয়সী সাবেক বামহাতি ব্যাটিং গ্রেট জয়সুরিয়া। সেখানে তিনি সংবাদমাধ্যমে বলেন, আমি পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা দেখেছি। এখানে এসে বেশ কিছু জায়গা ঘুরে দেখেছি। আমার কাছে মনে হয়, পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটাররা সফরে আসলে নিরাপদে খেলতে পারবে।

জয়সুরিয়া আরও বলেন, আমার সফরকালে শুধু ক্রিকেটের নিরাপত্তা বিষয়টি মাথায় রাখিনি। এখানে নিরাপদে সব রকমের আন্তর্জাতিক খেলা হতে পারে। পাকিস্তান শান্তিতে বিশ্বাসী। এখানের প্রতিটি লোক শান্তি চায়, শান্তির মধ্য দিয়েই দেশে ক্রিকেট ফিরিয়ে আনতে চায়।

সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যায় পাকিস্তান ক্রিকেট দল। সফরে তারা তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে আর দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে।

উল্লেখ্য, ২০০৯ সালে পাকিস্তান সফরে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয় শ্রীলঙ্কা ক্রিকেট দল। এতে দলের বেশ কয়েকজন ক্রিকেটার আহত হন। সে সফর বাতিল করে দেশে ফেরে শ্রীলঙ্কা দল। এরপর থেকে পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি লঙ্কা বাহিনী।

জানা যায়, ভারতের বিপক্ষে সিরিজ আয়োজন করতে না পারলেও দেশের মাটিতে খেলানোর জন্য শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড আর নেদারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ০২ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।