ঢাকা: বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় আসর শেষ হয়েছিল এ বছরের মে মাসের শেষের দিকে। চার মাসের ব্যবধানে চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে মাঠে গড়াবে বিসিএলের চতুর্থ আসর।
পরের বছরের ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল লংগার ভার্সন টুর্নামেন্টটি। তবে এবার অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরকে সামনে রেখে সেপ্টেম্বরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুরু করে দিতে চায় ফ্রাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটি।
বিসিবি’র টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান সাংবাদিকদের বলেছেন, ‘আমরা চাইছি, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বিসিএল শুরু হয়ে যাক। অস্ট্রেলিয়া দল আসবে ২৮ সেপ্টেম্বর। সেক্ষেত্রে দুটি রাউন্ড খেলতে পারবে ছেলেরা। তা না হলে অন্তত এক রাউন্ড যেন জাতীয় দলের খেলোয়াড়রা খেলতে পারে। ’ কয়েক দিনের মধ্যে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বৈঠকে বসবে বিসিবি’র টুর্নামেন্ট কমিটি। ফ্র্যাঞ্চাইজিদের সাড়া পাওয়ার ক্ষেত্রেও আশাবাদী আকরাম খান।
সেপ্টেম্বরেই বিসিএল আয়োজনের প্রসঙ্গে জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘সকালেই শুনলাম এটা। এমন হলে খুব ভালো হয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটো টেস্ট খেলতে হবে আমাদের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবটা খেলা হলো না। এমন অবস্থায় বিসিএল হলে সেটি আমাদের প্রস্তুতির জন্য খুব ভালো হবে। ’
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ০২ আগস্ট ২০১৫
এসকে/এমআর