ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

‘টেস্ট জীবনের প্রথম দিনটা সবার জন্যই রোমাঞ্চকর’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, আগস্ট ২, ২০১৫
‘টেস্ট জীবনের প্রথম দিনটা সবার জন্যই রোমাঞ্চকর’ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টে দক্ষিণ আফ্রিকা দলে অভিষিক্ত হয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ড্যান ভিলাস। প্রোটিয়া দলের নিয়মিত উইকেটরক্ষক কুইন্টন ডি ককের জায়গায় মিরপুরে অভিষেক হয় ৩০ বছর বয়সী এই ক্রিকেটারের।



দক্ষিণ আফ্রিকা দলের হয়ে টেস্ট খেলতে পেরে রোমাঞ্চিত এই প্রোটিয়া বলেন, ‘টেস্ট অভিষেকের প্রথম দিনটাতে আমি রোমাঞ্চিত ছিলাম। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে খেলছি। আমার স্বপ্ন  ছিল দক্ষিণ আফ্রিকা দলের হয়ে প্রতিনিধিত্ব করার। সেটা পূরণ হয়েছে। মনে হয় টেস্ট জীবনের প্রথম দিনটা সবার জন্যই রোমাঞ্চকর। আমি ক্রিকেটের তিন ফরম্যাটেই দক্ষিণ আফ্রিকার হয়ে প্রতিনিধিত্ব করতে চাই। ’

বৃষ্টির কারণে প্রথম দিনের পর বাকী তিনদিন মাঠে কোনো বল গড়ায়নি। এ জন্য হতাশাও আছে ভিলাসের, ‘ম্যাচের প্রথম দিন আমরা ভালো বল করে ভালো অবস্থানে ছিলাম। বৃষ্টিতে খেলা না হওয়ায় আমি হতাশা। তবে মাঠের ড্রেনেজ ব্যবস্থা আমাকে অবাক করেছে, এখানকার ড্রেনেজ ব্যবস্থা খুবই ভালো, টানা বৃষ্টি হলে খেলা তো সম্ভব না। এটা দুই দলের জন্যই হতাশার। ’

বৃষ্টিতে সময় কিভাবে কেটেছে- এমন প্রশ্নের জবাবে ভিলাস জানান, ‘বৃষ্টিতে হোটেলেই কেটেছে আমাদের বেশিরভাগ সময়। সতীর্থদের সঙ্গে মুভি দেখে সময় কাটিয়েছি আমরা। ’

অভিষেক ম্যাচের প্রথম দিন মুমিনুল হক ও মুশফিকুর রহিমের ক্যাচ নেন ড্যান ভিলাস।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ০২ আগস্ট ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।