মিরপুর থেকে: চট্টগ্রামের পর ঢাকা টেস্টেও ফলাফল হয়নি। প্রথম টেস্টে চট্টগ্রামে খেলা হয়েছিল প্রথম তিন দিন।
টেস্ট ক্রিকেটের এক নম্বর দলের বিপক্ষে টানা দুটি টেস্ট ড্র করায় ৬ রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। সিরিজ শুরুর আগে টাইগারদের রেটিং ছিল ৪১। সেটা বেড়ে এখন ৪৭-এ গিয়ে ঠেকেছে। র্যাঙ্কিংয়ের অবস্থান বিচারে এখনও নয় নম্বরেই আছে বাংলাদেশ। তবে রেটিং পয়েন্ট বিবেচনায় এটিই বাংলাদেশের সেরা অবস্থান। ৮১ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
অন্যদিকে, বাংলাদেশ সফরে এসে পাঁচ রেটিং পয়েন্ট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে টেস্ট র্যাঙ্কিংয়ের মুকুট হারাতে হয়নি তাদের। দ্বিতীয় অবস্থানে থাকা অস্ট্রেলিয়া (১১১) অনেকটা পেছনে থাকায় আমলা বাহিনীর শীর্ষস্থান অক্ষুন্ন রয়েছে। ১৩০ রেটিং পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা প্রোটিয়াদের রেটিং পয়েন্ট এখন ১২৫।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৫
এসকে/আরএম