ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

রেটিং পয়েন্ট বাড়লো টাইগারদের, কমলো প্রোটিয়াদের

স্পোটস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৫
রেটিং পয়েন্ট বাড়লো টাইগারদের, কমলো প্রোটিয়াদের ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: চট্টগ্রামের পর ঢাকা টেস্টেও ফলাফল হয়নি। প্রথম টেস্টে চট্টগ্রামে খেলা হয়েছিল প্রথম তিন দিন।

ম্যাচে ছিল কিছুটা রোমাঞ্চ। দুই দলেরই একটি করে ইনিংস শেষ করা গিয়েছিল। ঢাকায় দ্বিতীয় টেস্টে খেলা হয়েছে কেবল প্রথম দিন (এক দিন)। তাতে শেষ হয়নি বাংলাদেশের প্রথম ইনিংস। ড্র হয়েছে দুটি ম্যাচই, তাতে সিরিজও ড্র।

টেস্ট ক্রিকেটের এক নম্বর দলের বিপক্ষে টানা ‍দুটি টেস্ট ড্র করায় ৬ রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। সিরিজ শুরুর আগে টাইগারদের রেটিং ছিল ৪১। সেটা বেড়ে এখন ৪৭-এ গিয়ে ঠেকেছে। র‌্যাঙ্কিংয়ের অবস্থান বিচারে এখনও নয় নম্বরেই আছে বাংলাদেশ। তবে রেটিং পয়েন্ট বিবেচনায় এটিই বাংলাদেশের সেরা অবস্থান। ৮১ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

অন্যদিকে, বাংলাদেশ সফরে এসে পাঁচ রেটিং পয়েন্ট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে টেস্ট র‌্যাঙ্কিংয়ের মুকুট হারাতে হয়নি তাদের। দ্বিতীয় অবস্থানে থাকা অস্ট্রেলিয়া (১১১) অনেকটা পেছনে থাকায় আমলা বাহিনীর শীর্ষস্থান অক্ষুন্ন রয়েছে। ১৩০ রেটিং পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা প্রোটিয়াদের রেটিং পয়েন্ট এখন ১২৫।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।