ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

অনেক উন্নতির জায়গা দেখছেন টাইগার দলপতি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৫
অনেক উন্নতির জায়গা দেখছেন টাইগার দলপতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

মিরপুর থেকে: ঢাকা টেস্টের চতুর্থ দিন (২ আগস্ট) বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমদুউল্লাহ রিয়াদ বলেছিলেন, সেট হয়ে আউট হওয়া ক্রাইমের পর্যায়ে পড়ে। সোমবার (৩ আগস্ট) টেস্টের পঞ্চম ও শেষ দিনের সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ’র কথার যথার্থতা তুলে ধরলেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।



মুশফিক বলেন, ‘টেস্ট ক্রিকেটে ৩০/৩৫ রান করে আউট হয়ে যাওয়া অবশ্যই ‘ক্রাইম’। আমরা টেস্ট র‌্যাঙ্কিংয়ের নিচের সারির দল। প্রতিদিন আমাদের সামনে বড় দলের বিপক্ষে দারুণভাবে সেট হওয়ার সুযোগ আসবে না। সুতরাং, যেদিনই সেট হবেন, আপনার উচিত হবে যতোটা সম্ভব বড় স্কোর করা। ’

নিজেদের সর্বশেষ চার টেস্টে ১৮টি ৩০ বা তার বেশি রানের ইনিংস খেলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা, যার সর্বোচ্চ সাকিব আল হাসানের অপরাজিত ৮৯ রান। ঢাকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে পাঁচজন ব্যাটসম্যান ৩০ বা তার বেশি রান করলেও অর্ধশতকে পৌঁছান কেবল মুশফিক (৬৫)।

এমন পরিস্থিতিতে ইনিংস বড় করার ক্ষেত্রে অনেক উন্নতির জায়গা আছে বলে মনে করছেন মুশফিক, ‘অনেক সময় অনেকে ভেবে থাকে যে, এই সময়টা আসছে এখন, আমাকে টিকে থাকতে হবে। এভাবে চিন্তা করলে শট খেলা বন্ধ হয়ে যায়, চাপ তৈরি হয় এবং ভুল করে ফেলে। আমার মনে হয়, ওই সময় শুধু পরিস্থিতি চিন্তা করে খেলতে হবে। বড় একটা জুটি গড়ার কথা চিন্তা করতে হবে। এসব ক্ষেত্রে অনেক উন্নতির জায়গা আছে। ’

টাইগার অধিনায়ক আরো যোগ করেন, ‘গত ৫-৬ মাসে আমরা অনেক অর্জন করেছি। সামনের অস্ট্রেলিয়া সিরিজেও ভালো করতে হবে। দুই সপ্তাহ পরই আমরা কন্ডিশনিং ক্যাম্প শুরু করে দিব। ’

অক্টোবরে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৮ সেপ্টেম্বর ঢাকায় আসবে মাইকেল ক্লার্কের দল। এই সিরিজ দিয়ে চলতি বছরে মুশফিকদের আন্তর্জাতিক ক্রিকেটও শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।