ঢাকা: দীর্ঘ ৩৫ দিনের সফর শেষে স্বদেশের উদ্দেশে ঢাকা ছেড়েছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা।
সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৫ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেন তারা।
সূচি অনুযায়ী মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৯টায় প্রোটিয়াদের ঢাকা ছাড়ার কথা থাকলেও টেস্ট সিরিজের শেষ ম্যাচ সোমবার সকালেই নিষ্পত্তি (ড্র) হয়ে যাওয়ায় একদিন আগেই ফিরতি ফ্লাইট ধরলো তারা।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গত ৩০ জুন ঢাকায় আসে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।
প্রথমে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ২-০ ব্যবধানে হারিয়ে সিরিজ জেতে তারা। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে টাইগারদের কাছে ধরাশায়ী হয় ক্রিকেট পরাশক্তি দলটি। বৃষ্টির বাগড়ায় টেস্ট সিরিজের দু’টি ম্যাচই ড্র হয়। তাই ঢাকা ছাড়ার সময় কেবল টি-টোয়েন্টি সিরিজ জেতার সুখই স্মৃতি হয়ে থাকলো প্রোটিয়া বাহিনীর কাছে।
বাংলাদেশ সময়: ২৩৪৭ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৫
এসকে/এইচএ/