ঢাকা: এজবাস্টনে অনুষ্ঠিত অ্যাশেজের তৃতীয় টেস্ট শেষে ইনজুরিতে পড়েন ইংল্যান্ডের মূল ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন। আর অভিজ্ঞ এ ডানহাতির পরিবর্তে দলে আবারো ফিরছেন প্রথম দুই টেস্ট খেলা মার্ক উড।
০৬ আগষ্ট ট্রেন্টব্রিজে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে ইংল্যান্ড। তবে এ ম্যাচে অ্যান্ডারসন না থাকলেও নির্বাচকরা তরুণ উডের ওপর ভরসা রাখছেন। ইসিবি’র এক মুখপাত্র জানান, নিজেকে শেষবারের মতো ঝালিয়ে নিতে বোলিং কোচ ওটিস গিবসনের অধীনে কঠোর অনুশীলন করছেন উড।
এদিকে চতুর্থ ম্যাচ খেলার জন্য তৈরি হলেও যদি বুধবারের মধ্যে উড নিজেকে শতভাগ প্রমাণ না করতে পারেন, তবে নির্বাচকরা এক্ষেত্রে লাইম প্লাঙ্কেটকে দলে নিতে পারেন।
পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে ইংলিশরা ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। অস্ট্রেলিয়া কার্ডিফ টেস্ট হারের পর লর্ডস টেস্টে ঘুরে দাঁড়ায়। তবে এজবাস্টনে আবারো হারের মুখ দেখে অজিরা।
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, আগষ্ট ০৪, ২০১৫
এমএমএস