ঢাকা: সম্প্রতি ক্রিকেটের তিন ফরমেটে সফরকারী পাকিস্তানের বিপক্ষে সিরিজ হেরেছে স্বাগতিক শ্রীলঙ্কা। এমন করুণ পারফর্মের পরও লঙ্কান সাবেক অল-রাউন্ডার সনাথ জয়সুরিয়া জানিয়েছেন, ভারতের বিপক্ষে আসন্ন সিরিজেই ঘুরে দাঁড়াবে শ্রীলঙ্কা।
তিন টেস্টের সিরিজ খেলতে কলম্বোয় পৌঁছেছে বিরাট কোহলির নেতৃত্বে থাকা ভারত। বাংলাদেশ সফরে এসে নাস্তানাবুদ হওয়া টিম ইন্ডিয়াও চায় শ্রীলঙ্কা সফরে নিজেদের সেরাটা দিয়ে সমালোচনার মুখ বন্ধ করতে।
তবে, সদ্য ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে হেরে কোনঠাসা লঙ্কানরা ভারতকে ছেড়ে কথা বলবে না, এমন আগাম সতর্কবার্তা দিয়ে রেখেছেন জয়সুরিয়া।
শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক জয়সুরিয়া জানিয়েছেন, ভারতের বিপক্ষে সিরিজটি আমাদের জন্য বেশ কঠিন হবে। তবে, আমাদের কন্ডিশনে ছেলেরা বেশ ভাল খেলবে বলে বিশ্বাস করি। আশা করব বিরাট কোহলিদের বিরুদ্ধে দল ঘুরে দাঁড়াবে।
শ্রীলঙ্কায় খেলতে আসায় লঙ্কার ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ভারত, এমনটি জানিয়ে জয়সুরিয়া আরও বলেন, শ্রীলঙ্কা ক্রিকেট খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে আর দিলশানের মতো গ্রেট ক্রিকেটাররা বিদায় নেওয়ায় তাদের পরিবর্তে সেভাবে কোনো ক্রিকেটার উঠে আসেনি। তবে, টিম ইন্ডিয়ার মতো দলের বিপক্ষে খেলার সুযোগ পেয়ে নতুনদের অনেক উন্নতি ঘটবে বলে বিশ্বাস করছি।
ভারতের বিপক্ষে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন সাঙ্গাকারা। পি সারা ওভালে সিরিজের দ্বিতীয় টেস্টে তিনি বিদায় জানাবেন ক্রিকেটকে। ১২ আগস্ট গলে প্রথম টেস্টে মাঠে নামবে শ্রীলঙ্কা-ভারত। ২০ আগস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে কলম্বোয় খেলার পর ২৮ আগস্ট সিরিজের তৃতীয় ম্যাচটি খেলবে টিম ইন্ডিয়া-লঙ্কা বাহিনী।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ০৪ আগস্ট ২০১৫
এমআর/