ঢাকা: সদ্য বাংলাদেশ সফর শেষ করে দেশে ফেরা দক্ষিণ আফ্রিকা এ মাসেই নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে। বিশ্বকাপের সেমিফাইনালিস্ট আর ফাইনালিস্টদের মধ্যে তিনটি ওয়ানডে আর দু’টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
গত বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বমঞ্চ থেকে বিদায় নেয় প্রোটিয়ারা। বৃষ্টিবিঘ্নিত সে ম্যাচে এক বল হাতে রেখে ডাকওয়ার্থ লুইস মেথডে ৪ উইকেটের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে কিউইরা।
ডারবানে ১৪ আগস্ট দুই ম্যাচ টি-টোয়েন্টির প্রথমটি অনুষ্ঠিত হবে। একদিন পর ১৬ আগস্ট দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে সেঞ্চুরিয়নে নামবে কিউই-প্রোটিয়ারা। ১৯, ২৩ ও ২৬ আগস্ট তিনটি ওয়ানডে খেলতে মাঠে নামবে দুই দল।
বাংলাদেশ সফরে প্রোটিয়াদের হয়ে ওয়ানডে ম্যাচে ছিলেন না ডেল স্টেইন আর এবি ডি ভিলিয়ার্স। সন্তান সম্ভবা স্ত্রী’র পাশে থাকতে চেয়ে টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষেই দেশে ফেরেন ওয়ানডের নিয়মিত অধিনায়ক ভিলিয়ার্স। আর ৫০ ওভারের ম্যাচে বিশ্রামে ছিলেন সাদা পোশাকে ৪০০তম উইকেট নেওয়া পেস তারকা স্টেইন।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে দলে ডাক পেয়েছেন ডি ভিলিয়ার্স এবং স্টেইন। তবে, ওয়ানডে ও টি-টোয়েন্টির আসন্ন সিরিজে ডাক পান নি উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক। বাংলাদেশে এসে বাজে ফর্ম করায় কোনো স্কোয়াডেই রাখা হয়নি তাকে।
১৯ আগস্ট শুরু হওয়া প্রথম ওয়ানডেতে প্রোটিয়াদের হয়ে স্টেইনের সঙ্গে পেস অ্যাটাকে জুটি বাধবেন বাংলাদেশ সফরের ওয়ানডে দলে না থাকা ভারনন ফিল্যান্ডার।
দ. আফ্রিকার ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন স্পিনার ইমরান তাহির। তবে, ২০ ওভারের টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়নি তাকে। বাংলাদেশের বিপক্ষে অভিষেক ওয়ানডেতে বাজিমাত করে টাইগারদের ৬ উইকেট তুলে নেওয়া কাগিসো রাবাদাকে রাখা হয়েছে দুই ফরমেটের স্কোয়াডে।
দ. আফ্রিকার ওয়ানডে স্কোয়াড: কাইল অ্যাবট, হাশিম আমলা, ফারহান বেহারদিয়ান, এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), ফাফ ডু প্লেসিস, ইমরান তাহির, ডেভিড মিলার, অ্যারন ফাঙ্গিসো, ভারনন ফিল্যান্ডার, কাগিসো রাবাদা, রিলে রুশো, ডেল স্টেইন, মরনে ভ্যান উইক ও ডেভিড উইসি।
দ. আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড: কাইল অ্যাবট, হাশিম আমলা, ফারহান বেহারদিয়ান, এবি ডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জেপি ডুমিনি, এডি লি, ডেভিড মিলার, মরনে মরকেল, অ্যারন ফাঙ্গিসো, কাগিসো রাবাদা, রিলে রুশো,মরনে ভ্যান উইক ও ডেভিড উইসি।
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ০৪ আগস্ট ২০১৫
এমআর