ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দারাজডটকমডটবিডি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মুশফিক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৫
দারাজডটকমডটবিডি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মুশফিক ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: অনলাইন রিটেইল ব্র্যান্ড দারাজডটকমডটবিডি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে চুক্তিপত্রে স্বাক্ষর করেন মুশফিক।

এছাড়া চুক্তিপত্রে স্বাক্ষর করেন দারাজডটকমডটবিডির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুমিত সিং।

এ সময় প্রতিষ্ঠানটির সিইও তার বক্তব্যে বলেন, ‘ধারাবাহিকতা, আস্থা ও ধৈয্যের প্রতীক হিসেবে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমকে আমরা পছন্দ করেছি। মাঠ ও মাঠের বাইরে তার ব্যাপক সাফল্য ও উজ্জ্বল ভাবমূর্তির কারণে তাকে আমরা প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছি। আমাদের সঙ্গে তিনি সম্পৃক্ত হওয়ায় প্রতিষ্ঠানটির সবাই গর্বিত। ’

মুশফিক তার বক্তব্যে বলেন, ‘দিনকে দিন মানুষ অনলাইন কেনাকাটার ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। দারাজডটকমডটবিডি’র সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আশা করছি তাদের ইমেজ দিনে দিনে বাড়বে। প্রতিষ্ঠানটির সাফল্যা কামণা করি। ’

জাতীয় দলের অনেক ক্রিকেটারই বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন। মুশফিক আশা প্রকাশ করেন, এক সময় সব ক্রিকেটারই কোনো না কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হবেন।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, আগষ্ট ০৫, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।