ঢাকা: পাকিস্তানকে চাপের মধ্যে থেকে কিভাবে ভালো খেলতে হয় তা শেখার জন্য অবশ্যই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে বেশি বেশি খেলতে হবে- এমনটি জানালেন দলটির সাবেক কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম-উল-হক।
পাকিস্তান দলের সাবেক এ ব্যাটিং তারকা দেশটির ক্রিকেট বোর্ড পিসিবিকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে সিরিজ আয়োজনের অনুরোধ করেন।
ইনজামাম বলেন, ‘আমরা যখন অস্ট্রেলিয়া ও দ.আফ্রিকায় সফর করতাম তখন বেশ পরিশ্রম করতে হতো আমাদের। সেখানে চাপে থেকে কিভাবে খেলতে হয় আমরা শিখতাম। আমি মনে করি আমাদের বর্তমান ক্রিকেটারদের উন্নতি করতে হলে অবশ্যই ভারতের বিপক্ষে নিয়মিত খেলতে হবে। ’
পাকিস্তানের হয়ে ১২০ টেস্ট ও ৩৭৮ ওয়ানডে খেলা ইনজামাম আশা প্রকাশ করেন, এ বছরের ডিসেম্বরেই দু’দেশের মধ্যে নতুন একটি ক্রিকেট অধ্যায় শুরু হবে।
তিনি আরও বলেন, ‘আমরা যেখানেই খেলি না কেন, ভারতের বিপক্ষে আমাদের নিয়মিত খেলা উচিৎ। ’
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, আগষ্ট ০৬, ২০১৫
এমএমএস