ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়াসিমের অভিযোগ, তদন্তে নেমে বিভ্রান্ত পুলিশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৫
ওয়াসিমের অভিযোগ, তদন্তে নেমে বিভ্রান্ত পুলিশ ছবি: সংগৃহীত

ঢাকা: গত বুধবার পাকিস্তানের করাচির ব্যস্ত সড়কে দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় মুখোশধারী সন্ত্রাসীরা। এ ঘটনার তদন্তে নেমেছে পাকিস্তান পুলিশ।

আর তদন্তে নেমে পুলিশ কর্তৃপক্ষ পড়েছে বিপাকে।

সন্ত্রাসীদের এলোপাথারি গুলিতেও অক্ষত থাকেন ওয়াসিম। করাচি স্টেডিয়ামের বাইরে এ ঘটনা ঘটে। সে সময় গাড়িতে ওয়াসিমের সঙ্গে ছিলেন তার সাংবাদিক বন্ধু।

ঘটনার পর ‘কিং অব সুলতান’ খ্যাত ওয়াসিম নিজেই ফোন করে পুলিশি সাহায্য চেয়েছিলেন। সে সময় তিনি গুলিবর্ষণকারী সন্ত্রাসীদের ব্যবহৃত গাড়ির নম্বরটি টুকে রেখে পুলিশকে দেন। কিন্তু তদন্তে নেমে পুলিশ কর্তৃপক্ষ সে গাড়িটি খুঁজে পেলেও নিশ্চিত করেছে ঘটনার দিন এ গাড়িটি সন্ত্রাসীরা ব্যবহার করেনি।

তদন্ত শুরু করে পাকিস্তান পুলিশ ঘটনার প্রত্যক্ষদর্শীদের জবানবন্দী নেওয়া ছাড়াও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। এছাড়া পড়ে থাকা গুলির খোসা ফরেনসিক তদন্তের জন্য পাঠায়। ফরেনসিক রিপোর্ট থেকে জানা যায়, ০.৯ এমএম পিস্তল থেকে গুলি ছোঁড়া হয়েছিল। তবে পিস্তলটি সাম্প্রতিক সময়ে কোনও নাশকতামূলক কাজে ব্যবহার করা হয়নি।

ওয়াসিম ঘটনার দিন পুলিশকে জানান, আনুমানিক পঞ্চাশ বছরের এক ব্যক্তিকে তিনি দেখেছেন গুলি ছুঁড়তে। তবে, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিনজন মিলে ওয়াসিমের গাড়িতে গুলি ছুঁড়েছে। গুলিবর্ষণ ছাড়াও ঘটনাস্থলে সন্ত্রাসীরা তাদের ব্যবহৃত গাড়ি দিয়ে ওয়াসিমের গাড়িকে আঘাত করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

ওয়াসিমের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। করাচির গুলশান এরিয়ার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) আবিদ কোয়াইমাখানি জানান, ওয়াসিম সন্ত্রাসীদের ব্যবহৃত গাড়ির নম্বরটি ভুল দিয়েছেন। আমরা তদন্তে নেমে বিভ্রান্ত হয়েছি।

তিনি আরও জানান, ওয়াসিম আমাদের এইজি-০৬১ নম্বরের একটি সাদা হোন্ডা কারের (২০০২ সালের মডেল) নম্বর দিয়েছে। কিন্তু পরিবহন বিভাগের সহয়তা নিয়ে আমরা তদন্ত করে দেখতে পাই, এই নম্বরের গাড়িটি মেরুন রঙের। আর গাড়িটির মালিক আবির আহমেদ।

আবিদ কোয়াইমাখানি বলেন, ঘটনার সময় হয়তো ওয়াসিম ভীত ছিলেন। তাই ভুল গাড়ির নম্বর দিয়েছেন। তবে, আমরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে আর সংগ্রহ করা সিসিটিভি ফুটেজ দেখে সন্ত্রাসীদের গ্রেফতার করার চেষ্টা করব।

৪৯ বছর বয়সী ওয়াসিম করাচির জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের উদীয়মান ১২ জন পেসারকে প্রশিক্ষণ দিতে যাওয়ার পথে এ ঘটনার মুখে পড়েন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ০৭ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।