ঢাকা: আবারো আড়াই দিনের মাথায় জয়ের দেখা পেতে চলেছে স্বাগতিক ইংল্যান্ড। আর এ টেস্ট জিততে পারলেই অ্যাশেজের প্রথম ও তৃতীয় টেস্ট জেতা ইংলিশরা এক ম্যাচ হাতে রেখে ৫ ম্যাচ টেস্ট সিরিজ জিতে নেবে।
প্রথম দুই দিনে দুই দলের ২৬ উইকেটের পতন ঘটে। যার মধ্যে সফরকারী অস্ট্রেলিয়ারই ১৭ উইকেট। প্রথম ইনিংসে মাইকেল ক্লার্ক বাহিনীর ত্রাস হয়ে দেখা দিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড। আর দ্বিতীয় ইনিংসে অজিদের ৭ উইকেটের ৫টিই দখল করেছেন বেন স্টোকস।
ট্রেন্টব্রিজে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন ৩৩১ রানে এগিয়ে থেকে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিক ইংল্যান্ড। ৯ উইকেট হারিয়ে ৩৯১ রান সংগ্রহ করে ইংলিশরা। তবে, মিচেল স্টার্ক দারুণ গতিতে বল করে তুলে নেন ইংলিশদের ৬টি উইকেট।
অ্যাশেজের চতুর্থ ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ৬০ রানে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিয়ে ইংল্যান্ড প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করে। ফলে, ২১৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করে স্বাগতিকরা। স্টুয়ার্ট ব্রডের ইতিহাস সৃষ্টি করার পর ব্যাট হাতে শতক হাঁকিয়ে দলকে বড় লিড পাইয়ে দেন ইংলিশ ব্যাটসম্যান জো রুট।
মাইকেল ক্লার্ক বাহিনীকে গুটিয়ে দিতে প্রথম দিন প্রথম সেশনে মাত্র ১৮.৩ ওভার বল করতে হয় ইংল্যান্ডকে। নটিংহামের এ ম্যাচে অজিদের কুপোকাত করতে একাই ৮টি উইকেট তুলে নেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড।
ব্রডের ঝড়ে মাইকেল ক্লার্ক (১০) আর মিচেল জনসন (১৩) ছাড়া আর কোনো অজি ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন নি। সর্বোচ্চ ১৪ রান এসেছে অতিরিক্ত খাত থেকে।
প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে জো রুট ১৩০ রান করেন। ১৯টি চার আর একটি ছক্কায় ১৭৬ বল মোকাবেলা করে রুট তার ইনিংসটি সাজান। এছাড়া পাঁচ নম্বরে ব্যাটিংয়ে আসা বেয়ারস্টো ১০৫ বল মোকাবেলা করে ১২টি চারের সাহায্যে করেন ৭৪ রান। স্বাগতিকদের হয়ে দলপতি অ্যালিস্টার কুক করেন ৪৩, মঈন আলি ৩৮ রান করেন।
প্রথম ইনিংসে স্টুয়ার্ট ব্রড ৯.৩ ওভার বল করে ১৫ রান খরচায় নেন ৮টি উইকেট। অপরদিকে অজিদের হয়ে ২৭ ওভার বল করে ১১১ রান খরচায় ৬টি উইকেট নেন মিচেল স্টার্ক।
দ্বিতীয় ইনিংসে নেমে ম্যাচ জমিয়ে তোলেন অজিদের দুই ওপেনার ক্রিস রজার্স আর ডেভিড ওয়ার্নার। উদ্বোধনী জুটিতে তারা ১১৩ রান তুলে ফেলেন। রজার্স ৫২ রানে আর ওয়ার্নার ৬৪ রানে বিদায় নেন। দু’জনই স্টোকসের শিকার হয়ে সাজঘরের পথ ধরেন। স্টিফেন স্মিথ (৫) আর শন মার্শ (২) দ্রুত বিদায় নিলে আবারো তাসের ঘরের মতো ভেঙে পড়ে অজিদের ইনিংস।
সমালোচনার মুখে পড়া অস্ট্রেলিয়ার অধিনায়ক ক্লার্ক খেলেন ১৩ রানের ইনিংস। তবে, ৯০ রানে পিছিয়ে থাকা অজিদের হয়ে ৪৮ রানে অপরাজিত থাকা অ্যাডাম ভোজেস তৃতীয় দিন শুরু করবেন।
বেন স্টোকস ১৬ ওভার বল করে ৪টি মেডেন নিয়ে ৩৫ রান খরচে নিয়েছেন ৫ উইকেট।
বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, ০৮ আগস্ট ২০১৫
এমআর