সাতক্ষীরা: বিশাল বহর নিয়ে বাড়ির পথে কাটার রাজা। হ্যাঁ রাজাই তো, নইলে কেউ কি এতো বড় বহর নিয়ে বাড়ি ফেরার সুযোগ পায়।
বলছি, সাতক্ষীরা এক্সপ্রেস খ্যাত জাতীয় দলের তরুণ পেসার কাটার বয় মুস্তাফিজুর রহমানের কথা। সকালে ফার্স্ট ফ্লাইটে যশোর বিমানবন্দরে নেমে নিজ গ্রামবাসীর আন্তরিক অভিনন্দন পেয়ে অভিভূত তিনি। এখনো ঘণ্টাখানেক লাগবে সাতক্ষীরা শহরে পৌঁছাতে।
সাতক্ষীরা শহরে পৌঁছে প্রথমেই গ্রহণ করবেন জেলা প্রশাসনের আতিথেয়তা। সার্কিট হাউজে এজন্য চলছে তোড়জোড়।
ওয়ান ডে ও টেস্ট অভিষেকে ম্যান অব দ্য ম্যাচ হয়ে রেকর্ড বুকে স্থান করে নেওয়া এই কার্টার বয়ের বাড়ি ফেরা সত্যিই রাজসিক।
এ বিষয়ে বাংলানিউজকে মুস্তাফিজ বলেন, মানুষ আমাকে এতো ভালবাসে, আগে কখনো বুঝি নি। গ্রাম ধরে এয়ারপোর্টে চলে এসেছে। আমি মানুষের এই আস্থা-ভালবাসা ধরে রাখতে চাই।
আর যিনি এই বিশাল বহরের নেতৃত্ব দিচ্ছেন- মুস্তাফিজের সেজ ভাই মোখলেছুর রহমান জানালেন, আপনি না দেখলে বুঝবেন না, গ্রামের মানুষ আনন্দে আত্মহারা। এখন যেন ঈদ!
তিনি বলেন, আমরা এখন মনিরামপুরের মধ্যে, ঘণ্টাখানেকের মধ্যে পৌঁছে যাব। সাতক্ষীরা শহরে পৌঁছেই সার্কিট হাউজে জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। তারপর সরাসরি বাড়ি। সেখানে সবাই গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।
সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান বাংলানিউজকে বলেন, আমাদের ছেলে বাড়ি ফিরছে, এজন্য সবসমস্যা উপেক্ষা করে তাকে বরণ করা হবে।
দীর্ঘ চার মাস পর সাতক্ষীরায় গ্রামের বাড়িতে যাচ্ছেন আসছেন মুস্তাফিজ। গ্রামের সাধারণ তরুণ মুস্তাফিজ বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে গিয়েছিলেন ঢাকায়। এই চার মাসে মুস্তাফিজ এখন আন্তর্জাতিক ক্রিকেট তারকা। সাধারণ তরুণ থেকে তারকা ক্রিকেটার হয়ে গ্রামে ফিরছেন তিনি। তাইতো তার গ্রামবাসীর মধ্যে বাড়তি উৎসাহ-উৎসব কাজ করছে।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৫
এসএইচ