সাতক্ষীরা থেকে: যশোর বিমানবন্দর থেকে বিশাল বহরসহ সাতক্ষীরা সার্কিট হাউজে জেলা প্রশাসনের আথিতেয়তা নিলেন কাটার রাজা মুস্তাফিজ। পৌঁছানো মাত্রই তাকে ফুল দিয়ে বরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মকর্তারা।
কিন্তু এলাকার গর্ব বলে কথা! তাই নিস্তার নেই পথিমধ্যেও। খান বাহাদুর আহছানউল্লার নলতায় পৌঁছে পড়লেন আটকা। নলতা আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে তাৎক্ষণিকভাবে আয়োজন করা হয়েছে ছোটোখাটো একটি সংবর্ধনা অনুষ্ঠানের। বহর নিয়ে তাই ফের থামতে হলো মুস্তাফিজুরকে। স্বল্প সময়ের মধ্যেই সেখানে ভিড় করেছেন অসংখ্য মানুষ।
চার মাস আগে এলাকাবাসীও তাকে ঠিকমতো চিনতো না। এখন চেনে সারা বিশ্ব। নিজের যোগ্যতা, দক্ষতার প্রমাণ দিয়ে আজ দেশের গর্ব মুস্তাফিজ।
ওয়ান ডে ও টেস্ট ক্রিকেটে অভিষেকে ম্যান অব দ্য ম্যাচ হয়ে রেকর্ড বুকে স্থান করে নেওয়া এ কাটার বয়ের বাড়ি ফেরা সত্যিই রাজসিক।
কাটার রাজার নিজগ্রামে প্রত্যাবর্তন হচ্ছে ঠিক রাজকীয়ভাবে। একটি বাস, প্রাইভেট কার, পিকআপ, মাইক্রোবাসে কয়েকশো মানুষের বহর।
দুপুর ১টার দিকে যশোর বিমানবন্দর থেকে সাতক্ষীরা সার্কিট হাউজে পৌঁছায় তার গাড়ি বহর। জেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে মিস্টিমুখ করিয়ে ও ফুল দিয়ে জানানো হয় অভ্যর্থনা। এসময় সেখানে উপস্থিত ছিলেন প্রচুর সংখ্যক মানুষ।
এর আগে যশোরে পৌঁছে বাংলানিউজকে তিনি বলেন, মানুষ আমাকে এতো ভাললোবাসে, আগে কখনো বুঝি নি। গ্রাম ধরে এয়ারপোর্টে চলে এসেছে। আমি মানুষের এই আস্থা-ভালোবাসা ধরে রাখতে চাই।
আর যিনি এই বিশাল বহরের নেতৃত্ব দিচ্ছেন- মুস্তাফিজের সেজ ভাই মোখলেছুর রহমান জানান, আপনি না দেখলে বুঝবেন না, গ্রামের মানুষ আনন্দে আত্মহারা। এখন সেখানে যেন ঈদ।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৫
এএ
** যশোরেও ‘লাজুক’ মুস্তাফিজ
** বিশাল বহর নিয়ে বাড়ির পথে কাটার রাজা