ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেট বিশ্ব ক্লার্ককে মিস করবে: সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
ক্রিকেট বিশ্ব ক্লার্ককে মিস করবে: সাকিব

ঢাকা: অ্যাশেজের চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার বাজে হারের পর সিরিজ শেষে অবসরের ঘোষণা দিয়েছেন মাইকেল ক্লার্ক। তাই দলটির বাংলাদেশ সফরে ক্লার্ককে ছাড়াই অজিদের আসতে হবে।

আর অজি অধিনায়কের এমন বিদায়ে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান উদ্বেগ প্রকাশ করেছেন।

স‍াকিব বলেন, ‘ক্লার্ক একজন গ্রেট ক্রিকেটার। তিনি সেরা অধিনায়ক ও অসাধারণ একজন মানুষ। ক্রিকেট বিশ্ব তাকে প্রচুর মিস করবে। গত কয়েক মাসে আরো বেশ কয়েকজন ক্রিকেটার অবসরে গেছেন। আমরা তাদেরও মিস করি। ’

সাকিব আরো জানান, অস্ট্রেলিয়ার সেরা ব্যাটসম্যানদের মধ্যে ক্লার্ক অন্যতম। ক্লার্ক অজিদের ৪৬ টেস্টে নেতৃত্ব দিয়েছেন। আর ক্রিকেটে তিনি দীর্ঘ ১১ বছর সফলতার সঙ্গে কাটিয়েছেন।

বিদায় বেলা ক্লার্ক বলেছিলেন। , ‘আমি অজি দলের নেতৃত্ব দিতে পেরে গর্বিত। তবে আমি গত কয়েক মাসে নিজের পারফরম্যান্সে খুশি না। সুতরাং আমি অবসরের সিদ্ধান্ত নিয়েছি এবং আমি চাই আমার জায়গায় ভালো একজন ক্রিকেটার আসুক।

বাংলাদেশ সফরের আগে অস্ট্রেলিয়া দলের নতুন ‍অধিনায়কের নাম ঘোষণা করবে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর এ পজিশনের জন্য সবচেয়ে যোগ্য হিসেবে ধরা হচ্ছে স্টিভেন স্মিথকে।

এদিকে স্মিথের অধীনে অস্ট্রেলিয়া কেমন করবে এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘স্মিথ দারুণ একজন ক্রিকেটার। তিনি অধিনায়ক হিসেবেও প্রশংসনীয়। তবে আমরা এটি নিয়ে চিন্তা করছি না। আমাদের ফোকাসটা থাকবে নিজেদের পারফরম্যান্সের ওপর। ম্যাচে নিজেদের সেরা খেলাটাই উপরহার দেওয়াটা আমাদের লক্ষ্য। ’

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।