ঢাকা: ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলার পর সাইড স্ট্রেইনের ইনজুরিতে আক্রান্ত হন পেসার তাসকিন আহমেদ। সিরিজের শেষ ওয়ানডেতে খেলা হয়নি তার।
ইনজুরি থেকে সেরে ওঠা তাসকিন চান পুরোপুরি ফিট হয়ে ক্রিকেটের সব ফরম্যাটেই বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে। টেস্ট ক্রিকেট খেলার স্বপ্নের কথাও জানান তিনি।
মঙ্গলবার (১১ আগস্ট) মিরপুরে জিম সেশন শেষে তাসকিন বলেন, ‘টেস্ট খেলা সব ক্রিকেটারের কাছে স্বপ্নের মতো। টেস্ট না খেললে আমি পরিপূর্ণ ক্রিকেটার হতে পারব না। তাই টেস্ট আমার কাছে একটা স্বপ্ন। এখন আমার একটাই লক্ষ্য, নিজেকে আরও ফিট করে গড়ে তুলে সব ফরম্যাটে যেন খেলতে পারি। মানসিকভাবে প্রস্তুত হয়ে এখন শারীরিকভাবে ফিট হওয়ার আপ্রাণ চেষ্টা করছি, কঠোর পরিশ্রম করছি। আজ হোক কাল হোক টেস্ট খেলা হবেই, ইনশাল্লাহ। ’
ইনজুরি প্রসঙ্গে তাসকিন বলেন, ‘ফাস্ট বোলারদের ইনজুরি সবারই কম-বেশি থাকে। তেমন কোনো গুরুতর প্রবলেম নেই। এই সপ্তাহেই বোলিং শুরু করেছি। আজকে (১১ আগস্ট) রানিং ছিল। বিসিবির দেয়া প্রোগ্রাম অনুযায়ী ট্রেনিং চলছে। অস্ট্রেলিয়ার ফিজিও, ট্রেনারের অধীনে ট্রেনিং চলছে। আমি একটা ভালো প্রসেসের মধ্যে আছি। আশা করি, এভাবে চলতে থাকলে যত দ্রুত সম্ভব সব ফরম্যাটে খেলতে পারব। ’
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
এসকে/আরএম