ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে পাঁচ জাতির ক্রিকেট টুর্নামেন্ট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে পাঁচ জাতির ক্রিকেট টুর্নামেন্ট ছবি: সংগৃহীত

ঢাকা: শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশে হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট আসর। আগামী ২ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে পাঁচ জাতির টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।

এতে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও ইংল্যান্ড অংশগ্রহণ করবে।

১০ সেপ্টেম্বর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে আসরের পর্দা নামবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস (আইসিআরসি) যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করছে।   

টুর্নামেন্ট আয়োজন নিয়ে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বিসিবির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আইসিআরসির প্রতিনিধিরা। বৈঠক শেষে আইসিআরসির সহকারী প্রজেক্ট ম্যানেজোর মাহফুজুর রহমান জানান, ‘শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে বড় কোনো টুর্নামেন্ট এখনো হয়নি। আমাদের দেশে প্রথমবারের মতো এটি হতে যাচ্ছে। অনেক দিন ধরেই এটা নিয়ে কাজ চলছে। এমনকি ইংল্যান্ড থেকে শারীরিক প্রতিবন্ধীদের ক্রিকেট কোচ ইয়ান মার্টিন এসে বিসিবি’র কোচ ও শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলকে ট্রেনিং করিয়ে গেছেন। তাদেরকে সচেতন করে গেছেন। এ সব কিছু মিলেই এখন টুর্নামেন্টের কাছাকাছি আমরা আসতে পেরেছি। ’

তিনি আরও জানান, ‘টি-টোয়েন্টির আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করা হবে। তবে শারীরিক প্রতিবন্ধীদের খেলা হওয়ায়  রানার নেওয়ার সুযোগ পাবেন ব্যাটসম্যানরা। ইতোমধ্যেই বাংলাদেশ দল বিকেএসপিতে ক্যাম্প করেছে। সেখানে অনুশীলন চলছে তাদের। ’

উল্লেখ্য, ২ সেপ্টেম্বর সকাল ১০টায় টুর্নামেন্টের উদ্বোধন হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সকাল ১১টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। এরপর টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বিকেএসপিতে। এ আসরে ফাইনালসহ মোট ১১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।