ঢাকা: ২০১৩ সালের এপ্রিলে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন শাহরিয়ার নাফিস। সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে করেন ৪০ রান (২৯+১১)।
জাতীয় দলে না থাকলেও বর্তমানে জাতীয় দলের কাঠামোতেই আছেন শাহরিয়ার নাফিস, আছেন পর্যবেক্ষণে। হাইপারফরম্যান্স ইউনিটের এলিট প্যানেলে রাঁখা হয়েছে তাকে। গত সপ্তাহ থেকে মিরপুরের একাডেমিতে অনুশীলনও করছেন ওয়ানডেতে চারটি সেঞ্চুরি হাঁকানো এই ক্রিকেটার।
মঙ্গলবার (১১ আগস্ট) একাডেমির জিমনেশিয়ামে স্ট্রেন্থ প্রোগ্রাম শেষে বাংলানিউজের সঙ্গে কথা বলেন নাফিস। তিনি জানান, ‘গত সপ্তাহ থেকে একাডেমিতে আসছি। জিম সেশনের পর ব্যাটিংটাও করছি। অনেক কষ্ট করতে হবে। তাহলে আবার ফিরতে পারবো ইনশাল্লাহ। জাতীয় লিগে রান পেয়েছি। ঘরোয়া ক্রিকেটে ভালোই করছি। এ জন্যই হয়তো এখানে অনুশীলনের সুযোগটা পেয়েছি। ’
এইচপি ও এলিট প্যানেলের কার্যক্রম নিয়ে নাফিস বলেন, ‘আমরা যখন ক্রিকেট শুরু করি তখন এত প্রতিযোগিতা ছিল না। এখন অনেক প্রতিযোগিতা দলের মাঝে। আমি মনে করি, বিসিবি’র এই কর্মসূচিটা খুবই ইতিবাচক। ’
জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন কি না-এমন প্রশ্নের জবাবে নাফিস বলেন, ‘চেষ্টা করছি। ঘরোয়া ক্রিকেটে আরো ভালো করতে হবে। ভালো করলে সুযোগ আসবে। ’
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
এসকে/আরএম