ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ড ছাড়লেন হাডিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
ইংল্যান্ড ছাড়লেন হাডিন ছবি: সংগৃহীত

ঢাকা: অ্যাশেজের প্রথম ম্যাচের পর আর দলে ডাক পাননি। এমন পরিস্থিতিতে ব্র্যাড হাডিনের টেস্ট ক্যারিয়ারই এখন হুমকির মুখে।

ওভাল টেস্টেও তার ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। তাই লন্ডনের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার (১১ আগস্ট)  বিকেলে তিনি অস্ট্রেলিয়া যাওয়ার উদ্দেশ্যে ইংল্যান্ড ছেড়েছেন।

ইতোমধ্যেই এক ম্যাচ হাতে রেখে ৩-১ ব্যবধানে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটি জিতে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।

অ্যাশেজ সিরিজটি হাডিনের জন্য মোটেই সুখকর হয়নি। কার্ডিফ টেস্টে বাজে পারফরম্যান্সের কারণেই তাকে পরের ম্যাচে নির্বাচকরা বিবেচনায় রাখেননি। দুই ইনিংস মিলে করেন মাত্র ২৯ রান। অজিদের পারফরম্যান্সও ছিল হতাশাজনক। ১৬৯ রানের বিশাল ব্যবধানে জয় পায় ইংলিশরা।

হাডিনের পরিবর্তে লর্ডস টেস্টে অজি দলে অভিষিক্ত হন ২৯ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান পিটার নেভিল।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) একজন মুখপাত্র হাডিনের দেশে ফেরার খবরটি নিশ্চিত করেন। তিনি উল্লেখ করেন, ‘শেষ টেস্টে হাডিনের খেলার সম্ভাবনা অনেকটাই কম। তাই পারিবারিক কারণে তিনি টেস্ট সিরিজ শেষ হওয়ার আগেই ইংল্যান্ড ছেড়েছেন। ’

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।