ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের ক্রিকেট ধ্বংসের কারণ ‘গ্যাম্বলিং’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
পাকিস্তানের ক্রিকেট ধ্বংসের কারণ ‘গ্যাম্বলিং’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: ক্রিকেট বিশ্বের অন্যতম পরাশক্তি পাকিস্তান। তবে দিনে দিনে দলটি তাদের ক্রিকেটীয় ঐতিহ্য হারিয়েছে।

এমন পরিস্থিতির জন্য সাবেক তারকাদের অনেকেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অব্যবস্থাপনাকে দুষছেন। এবার দেশের ক্রিকেট ধ্বংসের জন্য সরাসরি গ্যাম্বলিং তথা জুয়াকে দায়ী করেছেন দলটির সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ।

পাকিস্তানের সাবেক কোচ ও অধিনায়ক রীতিমত ক্ষোভ উগরে দেন। মিয়াঁদাদ একই সঙ্গে রাজনীতি, ক্রিকেট সংশ্লিষ্ট ‍কাজে অযোগ্য ব্যক্তি নিয়োগ ও স্থায়ী পরিকল্পনার অভাবটিও তুলে ধরেন। তার মতে, ক্রিকেটে জুয়ার পাশাপাশি এসব কারণে পাকিস্তানের ক্রিকেট প্রতিনিয়ত ধ্বংসের দিকে যাচ্ছে। শুধুমাত্র ক্রিকেটই নয়, দেশের অন্যান্য ক্রীড়াক্ষেত্রেও এর বাজে প্রভাব আছে বলে তিনি উল্লেখ করেন।

জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মিয়াঁদাদ বলেন, ‘আমাদের সময়ে কোনো ম্যাচ ফিক্সিং ছিল না। কোনো জুয়াড়ি বা বাজিকরের সংশ্লিষ্টতা পাইনি। আমি এটিকে বিন্দুমাত্র পছন্দ করি না। কিন্তু, পরবর্তীতে পাকিস্তান ক্রিকেটকে খারাপের দিকে নিয়ে যাওয়ার অন্যতম কারণ বাজিকরদের জুয়া। ’

টেস্টে পাকিস্তানের সর্বোচ্চ রানগ্রাহক আরও বলেন, ‘রাজনীতির কারণেও পাকিস্তানের ক্রিকেট ধ্বংস হচ্ছে। পিসিবিতে নেই কোনো জবাবদিহিতা। ক্রিকেট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান হচ্ছেন অযোগ্য ব্যক্তিরা। ক্রিকেট কাঠামোতে স্থায়ী পরিকল্পনা নেই এবং সঠিক শৃঙ্খলাও অনুকরণ করা হচ্ছে না। ’

পিসিবি’র বর্তমান চেয়ারম্যান শাহরিয়ার খানের ওপর মোটেই আস্থা নেই বড়ে মিঁয়া খ্যাত এ সাবেক তারকার। ‘পিসিবির চেয়ারম্যান হিসেবে শাহরিয়ার খানকে পছন্দ করা ঠিক হয়নি। তিনি ক্রিকেটীয় কাজে কৌতূহলী হলেও ক্রিকেটের বিভিন্ন দিক তিনি বোঝেন না। এমনকি সাবেক চেয়ারম্যান নাজাম শেঠিও এর যোগ্য ছিলেন না। আমার মতে, অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল তৌকির জিয়া এবং ইজাজ বাট এ পদের জন্য যোগ্য। তবে রাজনীতিতে ব্যস্ত থাকা ইমরান খানকে আনা ঠিক হবে না। ’

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।