ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

অজিদের ব্যাটিং পরামর্শক পন্টিং!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
অজিদের ব্যাটিং পরামর্শক পন্টিং! ছবি: সংগৃহীত

ঢাকা: ব্যাটিং বিপর্যয় কাকে বলে তা বেশ ভালো করেই টের পাচ্ছে অস্ট্রেলিয়া। তারকাবহুল ব্যাটিং লাইনআপ নিয়েও ট্রেন্ট ব্রিজ টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৬০ রানে গুটিয়ে যায় অজিরা।

সেই সুবাদে এক ম্যাচ হাতে রেখেই অ্যাশেজ সিরিজ জিতে নেয় ইংল্যান্ড। এমন পরিস্থিতিতে অজিদের ব্যাটিং পরামর্শক থাকাটা যেন আবশ্যকই হয়ে পড়েছে।

অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে রিকি পন্টিং অন্যতম সেরা ব্যাটসম্যান। অজিদের হয়ে টেস্ট ও ওয়ানডে দুই ফরমেটেই তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক। এমন একজনকেই ব্যাটিং পরামর্শক হিসেবে চাইছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ)  এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজার প্যাট হাওয়ার্ড।

হাওয়ার্ড বলেন, ‘পন্টিংকে অস্ট্রেলিয়া দলের ব্যাটিং পরামর্শক হিসেবে পাওয়াটা হবে চমৎকার। ইতোমধ্যেই তার সঙ্গে আমাদের এ বিষয়ে কয়েকবার কথা হয়েছে। আমি নিশ্চিত যে, তাকে আমরা পেতে যাচ্ছি। ’

অবশ্য, পন্টিং এ বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানাননি। তবে বল তার কোর্টেই আছে। এখন দেখার বিষয়, তিনি সিএ’র প্রস্তাবে সাড়া দেন কি না।

কোচ হিসেবেও কম যান না পন্টিং। আইপিএলের গত আসরে তার অধীনে থেকে চ্যাম্পিয়ন হয় ‍মুম্বাই ইন্ডিয়ান্স।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।