ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আয়ারল্যান্ডের তারকা অলরাউন্ডার অ্যালেক্স কুসেক। ২০১৫ বিশ্বকাপ শেষেই তিনি অবসরে যাওয়ার পরিকল্পনার করেন।
আয়ারল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেওয়ায় অবধারিতভাবেই অবসর গ্রহণ করেন কুসেক। শুধুমাত্র আন্তর্জাতিক ক্রিকেট থেকেই নয়, ৩৪ বছর বয়সী এ ক্রিকেটার সব ধরণের ক্রিকেট থেকেও অব্যাহতি নিতে পারেন।
অবসর নেওয়া প্রসঙ্গে কুসেক বলেন, ‘আমি এক বছর ধরেই অবসর নেওয়ার কথা ভেবেছি। বিশেষ করে সাম্প্রতিক সময়ে খারাপ কিছু ইনজুরি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে। ইনজুরির কারণেই শরীরের ফিটনেস আগের মতো নেই। তাই অবসরের ঘোষণাটা দিয়ে দিলাম। আমার তিনটি সন্তান আছে। এখন তাদেরকে বেশি করে সময় দেওয়া প্রয়োজন। ’
অলরাউন্ডার হলেও বোলিংটা বেশ ভালো করেন কুসেক। পেস বোলার হিসেবে ৫৯টি ওয়ানডেতে ৪.৬৩ ইকোনমি রেটে নেন ৬৩ উইকেট। আর টি-টোয়েন্টিতে তার দখলে রয়েছে ৩৭ ম্যাচে ৩৫ উইকেট। অন্যদিকে, ব্যাট হাতে দুটি ফিফটির সাহায্যে তার ওয়ানডে রান সংখ্যা ৭৪৫। টি-টোয়েন্টিতে করেছেন ১৫.২৬ গড়ে ২২৯ রান। হাফ সেঞ্চুরি ১টি।
বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
আরএম