ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেট ছেড়ে ফুটবলে হার্মিসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
ক্রিকেট ছেড়ে ফুটবলে হার্মিসন ছবি : সংগৃহীত

ঢাকা: ছয় বছর আগে ক্রিকেট ছেড়েছেন ইংল্যান্ড পেসার স্টিভ হার্মিসন। দশ বছর আগেও যাকে নিয়ে চিন্তা করে অ্যাশেজ চলাকালীন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা রাতে ঘুমাতে পারতেন না! এই হার্মিসনকে এবারে দেখা যাচ্ছে ফুটবলের মাঠে।



কোনো ফুটবল ম্যাচে মাঠে নামছেন না ৩৬ বছর বয়সী হার্মিসন। ঘণ্টায় ৯০ মাইল বেগে বল করা এ ইংলিশ তারকা ঘরোয়া একটি ফুটবল ক্লাবের কোচ হিসেবে অভিষেক ঘটাতে যাচ্ছেন।

ইংল্যান্ডের অপেশাদার নর্দান লিগ ডিভিশন ওয়ানের দল অ্যাসিংটন এএফসি’র কোচ হিসেবে নাম লেখাচ্ছেন হার্মিসন। এফএ কাপের বাছাইপর্বের জন্য লড়াই করবে হার্মিসনের দলটি।

এ প্রসঙ্গে ইংলিশ সাবেক এ পেসার বলেন, যদি কেউ আমাকে দশ বছর পরে ফুটবলের কোচ হতে প্রস্তাব করত, আমি হেসে ফেলতাম। অ্যাসিংটন এএফসি আমার নিজের শহরের ক্লাব। পেশাদার ক্রিকেটার হওয়ার আগে আমি এখানে খেলেছি। আমার বাবা এ ক্লাবে খেলেছেন, আমার ভাই এখানে খেলেছেন।

তিনি আরও যোগ করেন, যখন আমি ইংল্যান্ড জাতীয় দলে খেলার সুযোগ পেলাম, তখনও আমি অ্যাসিংটন এএফসির মাঠে অনুশীলন করেছি। ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা আর বিশেষ করে অস্ট্রেলিয়া সফরের আগে আমি এখানে ফিটনেস ধরে রাখার জন্য আসতাম।

অ্যাসিংটন এএফসি’র কোচ হিসেবে অভিষেকের জন্য আর অপেক্ষা করতে পারছেন না জানিয়ে হার্মিসন বলেন, এ ক্লাবের ফুটবল কোচ হতে পেরে আমি বেশ আনন্দিত। আমি এফএ কাপের জন্য আর অপেক্ষা করতে পারছি না।

উল্লেখ্য, ক্রিকেটার হিসেবে ইংলিশদের হয়ে টেস্ট খেলেছেন ৬৩টি ম্যাচ। যেখানে আটবার ৫ উইকেট নিয়ে তার মোট উইকেট সংখ্যা ২২৬টি। আর ৫৮ ওয়ানডে ম্যাচ খেলা হার্মিসনের উইকেট শিকারের সংখ্যা ৭৬টি।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ১৪ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।