ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

সিরিজ নির্ধারণী ম্যাচেও অনিশ্চিত ডু প্লেসিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
সিরিজ নির্ধারণী ম্যাচেও অনিশ্চিত ডু প্লেসিস ছবি: সংগৃহীত

ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে ছয় উইকেটের দাপুটে জয়ে ১-০ তে লিড নেয় দক্ষিণ আফ্রিকা। তবে হাঁটুর ইনজুরির কারণে প্রথম টি-টোয়েন্টিতে ছিলেন না নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসিস।

এবার সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচেও তার মাঠে নামা অনিশ্চিত।

রোববার (১৬ আগস্ট) সেঞ্চুরিয়ানে সিরিজ নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৬টায়।

এর আগে ডারবানে প্রথম ম্যাচে কিউইদের অনেকটা হেসেখেলেই হারায় আমলা-ভিলিয়ার্সরা। ১৫২ রানের টার্গেটে নেমে ১৩ বল বাকি থাকতেই জয় ‍তুলে নেয় স্বাগতিকরা। ওই ম্যাচে ডু প্লেসিসের জায়গায় দলে সুযোগ পান ওপেনার মরনে ফন উইক।

ডু প্লেসিস না ফিরলে আবারো সুযোগ পাবেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ফন উইক। অন্যদিকে, প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন ডি ভিলিয়ার্স।

দ. আফ্রিকার প্রথম ম্যাচের একাদশই অপরিবর্তিত থাকবে। শুধুমাত্র ডু প্লেসিস ফিরলেই বাদ পড়তে পারেন ফন উইক। কিউই দলে দুটি পরিবর্তন আসতে পারে। টম লাথামের জায়গায় অলরাউন্ডার জেমস নিশাম ও পেসার মিচেল ম্যাকক্লেনাঘানের পরিবর্তে ম্যাট হেনরি খেলতে পারেন।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।