ঢাকা: জয়ের সুবাস পেয়েও গল টেস্ট জিততে পারেনি ভারত। মাত্র ১৭৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ১১২ রানেই অলআউট! এমন পরিস্থিতিতে ভারতের টিম ম্যানেজমেন্টের ওপর চটেছেন সুনীল গাভাস্কার।
অযথা আক্রমণাত্মক কথা না বলার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক গাভাস্কার। এমনটি তিনি টিম ইন্ডিয়াকে ভালো ক্রিকেট খেলার দিকে মনোযোগী হতে বলেছেন।
প্রথম টেস্ট জিতে তিন ম্যাচ সিরিজে ১-০ তে লিড নেয় শ্রীলঙ্কা। অবশ্য জয়টা ভারতও পেতে পারত। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামার আগে সেরকম ইঙ্গিতই ছিল। কিন্তু, সহজ জয়ের লক্ষ্যে খেলতে নেমে রঙ্গনা হেরাথ ও থারিন্ডু কুসালের স্পিন ঘূর্ণিতেই কাবু সফরকারীরা। দুজন মিলেই ১০ উইকেট তুলে নেন। হেরাথ ৭টি ও কুসালের তিন উইকেটের সুবাদে ৬৩ রানের জয় পায় লঙ্কানরা।
এনডিটিভি’কে দেওয়া সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, ‘আমি মনে করি, ভারতীয় টিম ম্যানেজমেন্টের আক্রমণাত্মক, পরীক্ষামূলক বা অন্য যেকোনো ধরণের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকা উচিৎ। এখন শুধুমাত্র ভালো ক্রিকেট খেলার দিকে মনোযোগী হতে হবে। এর বিকল্প কিছু নেই। অন্য দেশের উইকেটে মানিয়ে নিতে হলে অবশ্যই নিজেদের সেরাটা হবে। প্রথম টেস্টে হারটা আমাদের কারোরই কাম্য ছিল না। ’
ভারতের হয়ে ৮৩’র বিশ্বকাপ জয়ী উল্লেখ করেন, ‘আক্রমণাত্মক ক্রিকেট খেললেই সমাধান আসবে না। দল কতটুকু ভালো ক্রিকেট খেলছে সেটিই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ডিফেন্সিভ ক্রিকেট খেললেও কিছু যায় আসে না। দিন শেষে জয়টাই সবকিছু। ’
টেস্ট সিরিজে ভারতের ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী গাভাস্কার। ‘ভারতীয় দলের মনোবল খুবই শক্ত। নিজেদের ওপর সবার আস্থা রয়েছে। প্রথম ম্যাচের হারটাই তাদেরকে আরো তাঁতিয়ে দেবে। আমার বিশ্বাস, দ্বিতীয় ম্যাচেই ভারত ঘুরে দাঁড়াবে। ’
বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
আরএম